পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! ভারী বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা একাধিক রাজ্যে

IMD Weather Forecast: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! প্রবল দুর্যোগের আশঙ্কা দেশের একাধিক রাজ্যে, ভারী বৃষ্টির সম্ভাবনা ১৮টি জায়গায়

বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বর্ষার সাময়িক বিরতি। বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বর্ষার সাময়িক বিরতি। বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে।
মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে।
মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ২১ জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে।
মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ২১ জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে।
দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী অক্ষরেখা নাভসারি, জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগলো।
দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী অক্ষরেখা নাভসারি, জলগাঁও, মণ্ডলা, পেন্ড্রারোড, ঝার্সুগুদা, বালাসোর, হলদিয়া, পাঁকুড়, সাহেবগঞ্জ ও রক্সৌলের ওপর দিয়ে বিস্তৃত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একটু এগলো।
আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা, মধ্যপ্রদেশ,  ওড়িশা, ঝাড়খন্ডের ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ডের ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, অসম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে। মঙ্গল-বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন সপ্তাহ জুড়ে।
দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে। মঙ্গল-বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন সপ্তাহ জুড়ে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার সর্তকতা মঙ্গলবার থেকে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার সর্তকতা মঙ্গলবার থেকে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। আজ ও কাল, রবি-সোমবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। আজ ও কাল, রবি-সোমবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
মঙ্গলবার ও বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই দুই পার্বত্য জেলাতে। ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
মঙ্গলবার ও বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই দুই পার্বত্য জেলাতে। ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজও কাল বৃষ্টির সম্ভাবনা কমবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজও কাল বৃষ্টির সম্ভাবনা কমবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.৫ মিলিমিটার।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.৫ মিলিমিটার।
তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই সমস্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কেরল, কর্ণাটক, কঙ্কন, গোয়া, তামিলনাডু, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই সমস্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কেরল, কর্ণাটক, কঙ্কন, গোয়া, তামিলনাডু, গুজরাত, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।