দেশ ভারতের সব থেকে সুন্দর কলেজ কোনটা জানেন? দেখলে চোখ জুড়িয়ে যাবে Gallery October 20, 2024 Bangla Digital Desk আজ আমরা আপনাদের দেখাব দেশের সব থেকে সুন্দর কিছু কলেজ ক্যাম্পাস। এসব কলেজে ভর্তি হওয়া এবং পড়াশোনা করা সহজ নয়। তার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন, কিন্তু একবার আপনি এই কলেজ ক্যাম্পাসগুলি দেখেন, আপনি এখানে ভর্তি হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। প্রথমেই দেখে নিন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কোঝিকোড়-এর ক্যাম্পাস। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্দোর। অনেকে বলেন, এই কলেজ ক্যাম্পাসে গাছের ছায়ায় বসে সূর্যাস্ত দেখার মধ্যে অদ্ভুত শান্তি রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। ব্রক্ষ্মপুত্র নদের ধারে এই কলেজের সৌন্দর্য দেখার মতো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিএইচইউ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি বেশ সুন্দর। ইউনিভার্সিটি রোডের দুই পাশের গাছগুলো, রাতের বেলা জ্বলজ্বল করা আলো। তবে আইআইটি বিএইচইউ- এর সৌন্দর্য অসাধারণ। আইআইটি খড়গপুর, বাংলার এই কলেজের ক্যাম্পাসের সৌন্দর্য খুবই সুন্দর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কর্ণাটক। ২৫০ একর জমির উপর এই কলেজ ক্যাম্পাস দেখার মতো সুন্দর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি। যেমন বড় ক্যাম্পাস, তেমনই প্রাকৃতিক সৌন্দর্য এই কলেজে।