Mutual Fund সম্পর্কে এই ৫ সত্য বেশিরভাগ লোকেই জানেন না, জেনে নিলেই টাকা আসবে হেসে-খেলে

মিউচুয়াল ফান্ড। নামটা শুনলেই অনেকেরই একটু কিন্তু-কিন্তু বোধ হয়। কারণটা বোঝা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আসলে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব সময়েই বাজারের সঙ্গে যুক্ত। অর্থাৎ বাজারের ওঠা-পড়া বিনিয়োগের এই মাধ্যমকে প্রভাবিত করে। তাই টাকা জলে যেতে পারে, এমনটা ভেবে নেন অনেকেই।
মিউচুয়াল ফান্ড। নামটা শুনলেই অনেকেরই একটু কিন্তু-কিন্তু বোধ হয়। কারণটা বোঝা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আসলে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব সময়েই বাজারের সঙ্গে যুক্ত। অর্থাৎ বাজারের ওঠা-পড়া বিনিয়োগের এই মাধ্যমকে প্রভাবিত করে। তাই টাকা জলে যেতে পারে, এমনটা ভেবে নেন অনেকেই।
সত্যি বললে, ঝুঁকি যে থাকে না, এমনটা নয়। সেটা আগেভাগে স্বীকার করে নেওয়াই উচিত হবে। কিন্তু বিনিয়োগের এই বিকল্প যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, সেটাও তো আর অস্বীকার করা যায় না। ঝুঁকি যদি সত্যিই খুব বেশি হয়, নাগরিকেরা কি তাঁদের কষ্ট করে উপার্জন করে টাকা এই খাতে লাগাতেন?
সত্যি বললে, ঝুঁকি যে থাকে না, এমনটা নয়। সেটা আগেভাগে স্বীকার করে নেওয়াই উচিত হবে। কিন্তু বিনিয়োগের এই বিকল্প যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, সেটাও তো আর অস্বীকার করা যায় না। ঝুঁকি যদি সত্যিই খুব বেশি হয়, নাগরিকেরা কি তাঁদের কষ্ট করে উপার্জন করে টাকা এই খাতে লাগাতেন?
এই দ্বিধার উত্তর পেতে হলে জেনে নিতে হবে মিউচুয়াল ফান্ড সম্পর্কে কয়েকটি সত্য। যা দেশের বেশিরভাগ বিনিয়োগকারীই জানেন না। সেই জন্যই প্রত্যাশামতো রিটার্ন আসতে সময় হয়।
এই দ্বিধার উত্তর পেতে হলে জেনে নিতে হবে মিউচুয়াল ফান্ড সম্পর্কে কয়েকটি সত্য। যা দেশের বেশিরভাগ বিনিয়োগকারীই জানেন না। সেই জন্যই প্রত্যাশামতো রিটার্ন আসতে সময় হয়।
অনেকেই মনে করেন যে মিউচুয়াল ফান্ড এসআইপি শুধুমাত্র ধনীদের জন্য, কিন্তু যে কোনও আয়গোষ্ঠীর যে কোনও নাগরিক এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন।
অনেকেই মনে করেন যে মিউচুয়াল ফান্ড এসআইপি শুধুমাত্র ধনীদের জন্য, কিন্তু যে কোনও আয়গোষ্ঠীর যে কোনও নাগরিক এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন।
কেন না, এই এসআইপি মাত্র ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করার সুযোগ দিয়ে থাকে। এটা ঠিক যে বাজারের অস্থিরতার ক্ষেত্রে এসআইপি কোনও নিশ্চয়তা প্রদান করে না। তবে চক্রবৃদ্ধি হারে সুদ রিটার্নকে শক্তিশালী করে তোলে তো বটেই।
কেন না, এই এসআইপি মাত্র ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করার সুযোগ দিয়ে থাকে। এটা ঠিক যে বাজারের অস্থিরতার ক্ষেত্রে এসআইপি কোনও নিশ্চয়তা প্রদান করে না। তবে চক্রবৃদ্ধি হারে সুদ রিটার্নকে শক্তিশালী করে তোলে তো বটেই।
যেমন অল্প টাকা দিয়ে আসআইপিতে বিনিয়োগ শুরু করা যায়, তেমনই স্বল্প মেয়াদেও টাকা খাটানো যায়- এটা একটা মস্ত বড় সুবিধা। এসআইপি আর মিউচুয়াল ফান্ড পৃথক কোনও বিষয় নয়। বরং, এসআইপি একটি পৃথক বিনিয়োগ পণ্যের বদলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করারই এক সুবিধাজনক মাধ্যম।
যেমন অল্প টাকা দিয়ে আসআইপিতে বিনিয়োগ শুরু করা যায়, তেমনই স্বল্প মেয়াদেও টাকা খাটানো যায়- এটা একটা মস্ত বড় সুবিধা। এসআইপি আর মিউচুয়াল ফান্ড পৃথক কোনও বিষয় নয়। বরং, এসআইপি একটি পৃথক বিনিয়োগ পণ্যের বদলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করারই এক সুবিধাজনক মাধ্যম।
মিউচুয়াল ফান্ড তার বিনিয়োগকারীদের ইক্যুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ডে বিনিয়োগের সুবিধা দেয়। এতে বিনিয়োগের পোর্টফোলিওতে একদিকে যেমন বৈচিত্র্য আসে, তেমনই এক দিকের লোকসান আরেক দিকের লাভ পুষিয়ে দিয়ে একটা ভারসাম্য বজায় রাখে।
মিউচুয়াল ফান্ড তার বিনিয়োগকারীদের ইক্যুইটি, ডেট এবং হাইব্রিড ফান্ডে বিনিয়োগের সুবিধা দেয়। এতে বিনিয়োগের পোর্টফোলিওতে একদিকে যেমন বৈচিত্র্য আসে, তেমনই এক দিকের লোকসান আরেক দিকের লাভ পুষিয়ে দিয়ে একটা ভারসাম্য বজায় রাখে।
এসআইপি সাধারণত ইক্যুইটির সঙ্গে যুক্ত থাকে। তবে, বিনিয়োগকারী চাইলে ডেট ফান্ডেও আসআইপির সুবিধা বেছে নিতে পারেন।
এসআইপি সাধারণত ইক্যুইটির সঙ্গে যুক্ত থাকে। তবে, বিনিয়োগকারী চাইলে ডেট ফান্ডেও আসআইপির সুবিধা বেছে নিতে পারেন।
এই ডেট এসআইপি নির্দিষ্ট এবং স্থির আয়ের মাধ্যম, অর্থাৎ বন্ড এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে পোর্টফোলিওর স্থিতিশীলতা বজায় রাখে।
এই ডেট এসআইপি নির্দিষ্ট এবং স্থির আয়ের মাধ্যম, অর্থাৎ বন্ড এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে পোর্টফোলিওর স্থিতিশীলতা বজায় রাখে।