Nabnna: সরকারি জমি দখল নিয়ে ফের কড়া মনোভাব নবান্নের, ভার্চুযাল বৈঠক, জেলা প্রশাসনের কাছে গেল বার্তা

কলকাতা: সরকারি জমি দখল নিয়ে ফের কড়া মনোভাব নবান্নের।” স্বচ্ছতা, সততা  ও সরলতা নিয়ে চলতে হবে।” বিভিন্ন জেলার আধিকারিকদের কড়া বার্তা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিব বিবেক কুমারের” দফতরের সম্মান নষ্ট যাতে না হয় সেটা দেখার নির্দেশ। “যেসব সরকারি জমি দখল নিয়ে রিপোর্ট এসেছে সেগুলি পুনরুদ্ধার দ্রুত করুন।” বৈঠকে কড়া বার্তা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নয়া সচিব বিবেক কুমারের।

পাশাপাশি, শুক্রবার বিবেক কুমার বলেন, “অফিসের শৃঙ্খলা মানতে হবে। সময় মতো অফিস আসতে হবে। মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। মিউটেশন সহ বিভিন্ন ইস্যু নিয়ে সাধারণ মানুষের অভিযোগ থাকে। তাঁদের অভিযোগগুলিকে  সরাসরি কথা বলে নিষ্পত্তি করতে হবে।”

আরও পড়ুন: সভাপতি পদ থেকে সরছেন সুকান্ত? মন্তব্যে শুরু জল্পনা…২৪ রাজ্যে তুমুল সাংগঠনিক রদবদল নাড্ডার, এবার কি বাংলা?

আরও পড়ুন: রথযাত্রা ঘিরে সতর্কতা, সিভিল ড্রেসে থাকবে পুলিশ…গ্যাংস্টার থেকে গণপিটুনি সব নিয়েই গুরুতর আলোচনা

নবান্ন থেকে এদিন ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসনকে বার্তা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবের।

একাধিক জেলায় একাধিক অভিযোগে নিষ্পত্তির শুনানি বাকি রয়েছে। কেন এত শুনানি বাকি? সেই প্রশ্নও তোলেন তিনি৷ কয়েকটি জেলার ভূমিকায় অসন্তোষও প্রকাশ করেন। ‘‘অবিলম্বে সব অভিযোগ নিস্পত্তি করতে হবে। কোনওরকম অবহেলা চলবে না।” নির্দেশ নয়া সচিব বিবেক কুমারের।