NEET Scam: NEET প্রশ্নফাঁস কাণ্ডে লালু-পুত্রের নাম! অবশেষে মুখ খুললেন তেজস্বী যাদব, স্বপক্ষ সমর্থনে কী বললেন আরজেডি নেতা?

বিহার: নিট-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী প্রসাদের নাম টেনে আনার পরের দিনই এবিষয়ে মুখ খুললেন খোদ তেজস্বী৷ নিজের ব্যক্তিগত সচিবের পাশে দাঁড়ানোর পাশাপাশি তেজস্বীর অভিযোগ, এই ভাবে কাদা ছোড়াছুড়ি করে আদতে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল চক্রীদের আড়াল করতে চাইছে বিজেপি৷

দেশব্যাপী আয়োজিত মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট ‘NEET’ এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে ইতিমধ্যেই সরগরম দেশ৷ কড়া রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তদন্তের স্বার্থে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ১৩ অভিযুক্তকে৷ তাঁদের মধ্যে অমিত আনন্দ নামের এক অভিযুক্ত স্বীকারও করেছেন, তিনি ৩০-৩২ লক্ষ টাকায় নিট-এর প্রশ্নপত্র বিক্রি করেছিলেন পরীক্ষার আগের দিন৷ কমপক্ষে ১৬ এডুকেশন মাফিয়ার কাছে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল৷

গত বৃহস্পতিবার এই প্রশ্নফাঁস কাণ্ডে প্রথমবার তেজস্বী যাদবের মতো রাজনৈতিক নেতার নাম জড়ায় বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা৷ তিনি দাবি করেন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার ইঞ্জিনিয়র সিকন্দর প্রসাদ যাদবেন্দু তেজস্বীর ব্যক্তিগত সচিব প্রীতম কুমারের ঘনিষ্ঠ৷

এখন সিকন্দরের সঙ্গে লালু-তেজস্বীর ঘনিষ্ঠতা কতখানি, প্রীতমের এই বিষয়ে কী ভূমিকা সব নিয়ে তেজস্বীর বক্তব্য দাবি করেছিল বিজেপি৷

আরও পড়ুন: ৩০-৩২ লাখ টাকায় বিক্রি হয়েছে নিট-এর প্রশ্নপত্র! জেরায় কবুল অভিযুক্তের..দুর্নীতিতে নাম জড়াল লালু-পুত্র তেজস্বীরও

তারপরেই শুক্রবার এই বিষয়ে প্রথমবার মুখ খুলতে দেখা গেল তেজস্বীকে৷ এদিন তিনি বলেন, ‘‘ইন্ডিয়া জোট এই বিষয়ে একমত৷ আমরা চাই এই নিট পরীক্ষা অবিলম্বে বাতিল ঘোষণা করা হোক৷ ওদের (বিজেপি) হাতেই সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে, ওরা চাইলেই যে কোনও তদন্তে কোনও সচিবকে তলব করতে পারে৷ তদন্তকারীরা আমার সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি৷ শুধু বিহারের ডেপুটি সিএম বিজয় সিনহাই এমন দাবি করছেন। আমি ডেপুটি সিএমকে বলতে চাই যে প্রয়োজনে আমার পিএকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকুন। ও যদি দোষী হয় গ্রেফতার করুন৷ ওরা (বিজেপি) আসলে মূলচক্রীকে আড়াল করতে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে৷ যাঁরা আমার সেক্রেটারির নাম এই বিষয়ে টেনে আনছেন, তাঁরা কারও উপকারে লাগবেন না৷’’

এরপরেই নীতীশ কুমার ও বিজেপি-কে একযোগে নিশানা করে তেজস্বীর মন্তব্য, ‘‘যে অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম এবিষয়ে উঠে এসেছে তিনি এই দুর্নীতিতে বেনিফিশিয়ারি হতে পারেন, কিন্তু অমিত আনন্দ (অন্য এক অভিযুক্ত) এবং নীতীশ কুমার এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল মাস্টারমাইন্ড৷ মানুষ জানে, বিজেপি যখন যখন ক্ষমতায় এসেছে, তখনই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে৷’’

অন্যদিকে, শুক্রবারই বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্ত অমিত আনন্দের একটি ছবি প্রকাশ করা হয় আরজেডির তরফে৷

আরও পড়ুন: NEET-এর প্রশ্ন লাখ লাখ টাকায় বিক্রি! অনিয়ম NET-এও…এবার মোদিকে তুমুল আক্রমণ রাহুলের

অন্যদিকে, জানা গিয়েছে, বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা শুক্রবার তেজস্বী যাদবের পিএস প্রীতম কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে। NEET পেপার ফাঁস মামলায় NH ডিভিশনের গেস্ট হাউসে অভিযুক্তদের জন্য রুম বুক করার অভিযোগ রয়েছে প্রীতম কুমারের বিরুদ্ধে। পিএস প্রীতম যাদবও তাঁর বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। এনোক গেস্ট হাউসের সুপারভাইজার রাকেশ কুমারকেও জিজ্ঞাসাবাদ করেছে অর্থনৈতিক অপরাধ ইউনিট। তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। গেস্ট হাউসের মামলায় প্রীতম ও সিকন্দরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।