Jay Shah Team India coach

Team India head coach: পন্টিং-ল্যাঙ্গারদের কোচ হওয়ার প্রস্তাবই দেয়নি বিসিসিআই, বললেন জয় শাহ

মুম্বই: ভারতের পরবর্তী হেড কোচ কে হবেন, তাই নিয়ে জল্পনা চলছে ক্রীড়া মহলে। বিভিন্ন সময় ভেসে উঠছে বিভিন্ন নাম, যেই তালিকায় রয়েছে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারও। কিন্তু বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানালেন তিনি বা বিসিসিআই নাকি পন্টিং- ল্যাঙ্গারদের কোচ হওয়ার প্রস্তাবই দেননি।

জয় শাহ বলেন, “আমি বা বিসিসিআই কেউই অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দিইনি”। বোর্ড সচিবের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে তা হলে কি ভারতের হেড কোনও কোনও ভারতের ক্রিকেটারই হচ্ছেন? জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায়, অন্য কোন জেলায় কত?

জয় শাহ বলেন, “এমন কাউকে ভারতের কোচ হিসেবে চাই, যাঁর ভারতীয় ক্রিকেটের সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এবং ধাপে ধাপে উঠে এসেছেন। তেমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছি আমরা। ভারতের পরবর্তী কোচ যিনি হবেন, তাঁর ভারতের ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন যাতে তিনি ভারতীয় ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারেন”। জয় শাহের কথা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রোহিতদের হেড স্যার হতে পারেন কোন ভারতীয়ই।

বোর্ড সচিব বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বলতে গেলে বলতে হবে ভারতীয় দলের হেড কোচ হওয়ার থেকে সম্মানের পদ আর কিছু নেই। বিশ্বের সবচেয়ে বড় ফ্যানবেস রয়েছে ভারতীয় দলের”।

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৮ মে। কোচ হওয়ার জন্য জল্পনায় রয়েছে একাধিক নাম, তালিকায় রয়েছেন গম্ভীরও।