ক্রিকেট মাঠে ‘রোনাল্ডো’ হয়ে গেলেন বিরাট, কোহলি এত ভাল ফুটবল খেলেন!

#হায়দরাবাদ: জীবনে বড় কিছু করতে চেয়েছিলেন তিনি। করেছেন বটে! তবে এই নাম করতে গিয়ে তাঁকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে। বিরাট কোহলির সেসব আত্মত্যাগের কথা অনেকেরই জানা। কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হওয়ার জন্য কী না করেছেন!

একটা সময় বাটার চিকেন আর মটন রোল খেতে ভীষণ ভালবাসতেন কোহলি। সেসব খাওয়া ছেড়েছেন বহুদিন হল। এখন তিনি ফিটনেস ছাড়া কিছু বোঝেন না। এমনকী ভারতীয় দলে একটা সংস্কৃতি আমদানি করেছিলেন তিনি। ফিট থাকতে হবে। না হলে দলে ফিট হওয়া যাবে না। তিনি ক্যাপ্টেন থাকাকালীন এই বার্তা দিয়েছিলেন সতীর্থদের।

আরও পড়ুন- দীপ্তি শর্মা মানকাডিং-এ আউট করলেন, ইংল্যান্ডের সেই তারকা অসাধারণ সুন্দরী, দেখুন

ফিট বিরাট কোহলি মাঠে অনেক রান বাঁচান। তিনি ফিটনেসের জন্য যে সময়টা ব্যয় করেন, সেটা তাঁকে বাড়তি কিছু ফিরিয়েও দেয়। এদিনও ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচে বিরাট কোহলি দেখালেন, তিনি ঠিক কতটা ফিট!

অজিদের ইনিংসের ১৭তম ওভারে ভুবনেশ্বর কুমারের ইয়র্কার মিড উইকেটে খেলে দেন টিম ডেভিড। বল প্রায় বাউন্ডারি লাইন ছুঁযে ফেলেছিল। সেই সময় পা দিয়ে সেভ দেন বিরাট কোহলি। বাউন্ডারি লাইনে এমন দুরন্ত সেভ দেওয়ার পর দর্শকরাও হাততালিতে ফেটে পড়েন। এমনকী সতীর্থরাও বিরাট কোহলির সেই সেভ-এর প্রশংসা করেন।

এর পরই সোশ্যাল মিডিয়ায় কোহলির পা দিয়ে বাউন্ডারি সেভ নিয়ে তরজা শুরু হয়। অনেকেই তাঁকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করে বসেন। বলাবাহুল্য সেটা ঠাট্টা করেই! ২২ গজে কোহলির ফুটওয়ার্ক অসাধারণ। তবে ফিল্ডার কোহলির ফুটওয়ার্কও যে এত ভাল তা কে জানত!

আরও পড়ুন- কথায় কথায় চড় মারেন! এমন কড়া কোচের কাছে এবার সচিন-পুত্র অর্জুনের ট্রেনিং শুরু

এদিন ব্যাট হাতেও দুরন্ত খেললেন কোহলি। আবার রানে ফিরলেন তিনি। ৪৮ বলে ৬৩ রান করলেন অজিদের বিরুদ্ধে। ম্যাচ ও ট-২০ সিরিজ জিতল ভারতীয় দল।