নির্ভ.য়া কাণ্ডের পরও বদলায়নি নারী সুরক্ষা ছবিটা৷ ছবি-পিটিআই, ফাইল ছবি

Nirbhaya fund: নির্ভয়া তহবিল প্রায় শেষ, দেশে কতটা কমল ধর্ষণের ঘটনা? চমকে দেবে পরিসংখ্যান

নয়াদিল্লি: ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর ২০১৩ গঠন করা হয়েছিল নির্ভয় তহবিল৷ উদ্দেশ্য ছিল দেশ জুড়ে নারী সুরক্ষা নিশ্চিত করা৷ কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে, সেই নির্ভয়া তহবিলে বরাদ্দ হওয়া অর্থের ৭৬ শতাংশই খরচ হয়ে গিয়েছে৷ কিন্তু গত এক দশকে গোটা দেশে ধর্ষণের ঘটনা কতটা কমল?

তথ্য বলছে, নির্ভয়া তহবিলের অর্থ কীভাবে খরচ করা হবে তা নির্ধারণ করার জন্য ২০১৫ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল৷ কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের অধীনেই এই কমিটি তৈরি করা হয়৷ যদিও তার পর গত ৯ বছরে ভারতে মাত্র ৯.১ শতাংশ ধর্ষণের ঘটনা কমেছে৷

চলতি বছরের ২ এপ্রিল লোকসভায় দেওয়া তথ্যে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, এখনও পর্যন্ত নির্ভয়া তহবিলে ৭২১২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তার মধ্যে ৫৫১২.৯৭ কোটি টাকাই খরচ হয়ে গিয়েছে৷ অর্থাৎ মোট বরাদ্দ করা অর্থের ৭৬ শতাংশ টাকাই খরচ হয়েছে৷

আরও পড়ুন: কার নির্দেশের অপেক্ষায় ছিলেন সন্দীপ? আরজি কর তদন্তে জবাব খুঁজছে মরিয়া সিবিআই

 যে নারী সুরক্ষার উদ্দেশ্যে এই বিপুল খরচ করা হয়েছে, তার পর মহিলাদের নিরাপত্তায় কতটা বদল এসেছে? তথ্য বলছে, ২০১৫ সাল থেকে ধর্ষণের ঘটনা মাত্র ৯.১ শতাংশ কমেছে৷ ২০২০ সালে সম্ভবত করোনার দাপটেই ধর্ষণের ঘটনা কিছুটা কমেছিল৷ কিন্তু ২০১৯, ২০২১, ২০২২ সালে দেশে ধর্ষণের ঘটনা সেভাবে কমেনি৷

এই মুহূর্তে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ৷ অথচ, যে চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নির্ভয়া তহবিলের টাকা সবথেকে বেশি খরচ করেছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ৷ নির্ভয়া তহবিল থেকে পশ্চিমবঙ্গের জন্য ১০৪.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তার মধ্যে ৯৫ কোটি টাকাই খরচ করে ফেলেছে পশ্চিমবঙ্গ৷