প্রয়াত ডোরেমনের ডাবিং আর্টিস্ট নোবুয়ো ওইয়ামা। শুক্রবার এএফপির তরফে এই সংবাদ জানা গিয়েছে। ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর তিনি ডোরেমনে কণ্ঠ দিয়েছেন।
১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবন শুরু হয় ১৯৬০-এর দশকে। প্রজন্মের পর প্রজন্ম তাঁর গলা শুনে বড় হয়েছে। লক্ষ লক্ষ মানুষের মন তিনি জয় করে নিয়েছিলেন অবলীলায়। জাপানে হিট হওয়ার পরে তাঁর কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।
একই দিনে এসেছে আরেকটি শোক সংবাদ। প্রয়াত মালয়ালাম অভিনেতা টিপি মাধবন। কোল্লামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর। শোনা যাচ্ছে পেট সংক্রান্ত কিছু সমস্যার কারণে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তিনি AMMA সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
টিপি মাধবন ‘কল্যাণ রামন’, ‘আয়াল কাধা এঝুথুকায়ানু’, ‘নরিমন’, এবং ‘পুলিভাল কল্যাণম’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি কুড়িয়েছিলেন। কিছু মালায়ালাম টিভি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। তবে সম্প্রতি অ্যামনেসিয়ার কারণে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ৬০০টিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।