পণ্য লোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অগ্রগতি অব্যাহত

কলকাতা: পণ্য লোডিংয়ের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে এবং ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে ০.৮৩২ মিলিয়ন টন (এমটি) পণ্য লোড করেছে। বর্তমান অর্থবর্ষের ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য লোডিংয়ের ক্ষেত্রে মোট ৯.১৮৩ মিলিয়ন টন বৃদ্ধি ঘটেছে।

২০২৪-এর ফেব্রুয়ারি মাসে কিছু অন্যান্য সামগ্রী সহ ভাল মার্জিনের সাথে পি.ও.এল. লোডিং-এর অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। এই সময়ে, পি.ও.এল. সামগ্রীর লোডিং ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সার লোডিঙে ৫.৩ শতাংশ এবং সিমেন্ট লোডিঙেও ৩.২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে।পূর্ববর্তী অর্থ বর্ষের একই সময়ের তুলনায় বর্তমান অর্থবর্ষের ২০২৪-এর ফেব্রুয়ারি পর্যন্ত কনটেনার লোডিং ৮.৯ শতাংশ, খাদ্য শস্য সামগ্রীর লোডিং ২২.৩ শতাংশ এবং ব্যালাস্ট লোডিং ১৮ শতাংশ বৃদ্ধির নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:সাত সকালে তোলপাড় বঙ্গ-রাজনীতি! আচমকা মহুয়া মৈত্রের বাবার আবাসনে হানা দিল সিবিআই

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের গ্রাহকদের  পরিষেবা দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের কাছে সময়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে একনিষ্ঠভাবে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে। বছরের পর বছর পণ্য লোডিঙের ক্ষেত্রে এই বৃদ্ধি অঞ্চলটির অর্থনৈতিক কার্যকলাপের বিকাশকেই নির্দেশ করে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডিসেম্বর মাসে ১২৫২টি পণ্যবাহী রেক আনলোড করে। অত্যাবশ্যকীয় ও অন্যান্য সামগ্রীর সরবরাহ বহাল রাখতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি করে আসছে। ডিসেম্বর, ২০২৩ মাসে ১২৫২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। ২০২৩-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এই অর্থবর্ষে দশ হাজারের বেশি পণ্যবাহী রেক উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে আনলোড করা হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। ডিসেম্বর, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৭০৫টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৯৯টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল।সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৯৩টি রেক, নাগাল্যান্ডে ১৯টি রেক, মণিপুরে ৬টি রেক, অরুণাচল প্রদেশে ৬টি রেক এবং মিজোরামে ৬টি রেক আনলোড করা হয়।

এ ছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২১১টি পণ্য রেক ও বিহারে ২০৬টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের এবং বৈদ্যুতিকরণের কাজ দ্রুতগতিতে সম্পাদন করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে পণ্য আনলোডিং বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচলও বৃদ্ধি পেয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, এই এলাকায় পণ্য পরিবহণ জন্য নির্ভর করতে হয় সড়ক পথের জন্য। তাতে আবার প্রাকৃতিক দূর্যোগ বা অন্যান্য কারণে পণ্য পরিবহণে বিলম্ব হয়৷ আবার বিমান পথে পণ্য পরিবহণের খরচ অনেকটাই বেশি। এই অবস্থায় রেলপথে পণ্য পরিবহণ সহজ অনেকটাই৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেলপথে পণ্য পরিবহণ সংখ্যা অনেকটাই বেড়েছে।