পণ্য লোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ১৬.৮৩ শতাংশ বৃদ্ধি, বাড়ল আনলোডিংয়ের পরিমাণ

গুয়াহাটি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার গ্রাহকদের  পরিষেবা দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের কাছে সময়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে একনিষ্ঠভাবে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে। সেজন্যই পণ্য লোডিংয়ের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করেছে।

২০২৪-এর মে মাসে বিভিন্ন পণ্যের ১.০৩৪ মিলিয়ন টন লোডিং পঞ্জীয়ন করা হয়েছে। যার ফলে বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১৬.৮৩ শতাংশ।২০২৪-এর মে মাসে কিছু অন্যান্য সামগ্রীর লোডিংয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। ওই মাসে, খাদ্য শস্যের লোডিংয়ের ক্ষেত্রে ৫৭.৭ শতাংশ, সিমেন্ট লোডিংয়ের ক্ষেত্রে ১২২.২ শতাংশ বৃদ্ধি পায়।

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা! উদ্বিগ্ন মমতা

পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় কনটেনার লোডিংয়ের ক্ষেত্রে ৩৩.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পিওএল লোডিং ৬৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থ বর্ষের একই সময়ের তুলনায় কাঠ ও ব্যালাস্টের মতো বিভিন্ন সামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে যথাক্রমে ৬৬.৭ এবং ৩৮.৮ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছিল।বর্তমান অর্থবর্ষের গত দুই মাসে অর্থাৎ এপ্রিল ও মে মাসে সিমেন্ট লোডিং ১৪ শতাংশ, খাদ্য শস্য লোডিং ৪১.৫ শতাংশ, সার লোডিং ২৯.২ শতাংশ, পিওএল লোডিং ৫৬.৩ শতাংশ এবং কনটেনার লোডিং ৩৩.৩ শতাংশ বৃদ্ধি পায়।অবশেষে, বছরের পর বছর ধরে পণ্য লোডিং বৃদ্ধি পাওয়াটা অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের ইঙ্গিত বহন করে। পণ্য লোডিংয়ে অগ্রগতির ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব সৃষ্টি হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিংয়ের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। ২০২৪-এর মে মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১১৫২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১.৮৬ শতাংশ অধিক। ২০২৪-এর মে মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৬৪৫টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৩১টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৫৪টি রেক, নাগাল্যান্ডে ২০টি রেক, অরুণাচল প্রদেশে ০৯টি রেক, মণিপুরে ০২টি রেক এবং মিজোরামে ০৮টি রেক আনলোড করা হয়।

এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের পশ্চিমবঙ্গে ২৪৮টি পণ্যবাহী রেক ও বিহারে ১৬৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছিল। অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ মানুষের চাহিদা পূরণের জন্যই নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতেও নিয়মিত পরিবহণ করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে সম্পাদন করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি পণ্য আনলোডিংয়েও বৃদ্ধি ঘটেছে।