Highest Paid Singer in Bollywood: শ্রেয়া, অরিজিৎ, নেহা নস্যি! একটি গানের জন্য সবচেয়ে বেশি আয় কার, জানেন কি

ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে বলিউডে সঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে। এমনকি কিছু কিছু ছবি বক্স অফিসে সফল হয় শুধু গানের জন্যই। সুতরাং বলিউডে গায়ক-গায়িকাদের কদর যে এখানে কিছু কম নয়, তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে বলিউডে সঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে। এমনকি কিছু কিছু ছবি বক্স অফিসে সফল হয় শুধু গানের জন্যই। সুতরাং বলিউডে গায়ক-গায়িকাদের কদর যে এখানে কিছু কম নয়, তা বলার অপেক্ষা রাখে না।
সাম্প্রতিক কালে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, বাদশার মতো সঙ্গীতশিল্পীরা বলিউড মাতিয়ে রেখেছেন। কিন্তু জানেন কি, বলিউডে একটি গানের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক কে পান?
সাম্প্রতিক কালে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, বাদশার মতো সঙ্গীতশিল্পীরা বলিউড মাতিয়ে রেখেছেন। কিন্তু জানেন কি, বলিউডে একটি গানের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক কে পান?
একাধিক সংবাদমাধ্যমের দাবি, মায়েস্ট্রো এ আর রহমান গান পিছু তিন কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক ছবির গানে তিনি নিজের কণ্ঠও দিয়েছেন।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, মায়েস্ট্রো এ আর রহমান গান পিছু তিন কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক ছবির গানে তিনি নিজের কণ্ঠও দিয়েছেন।
এ আর রহমান বা তাঁর টিম যদিও এই তথ্যের উপর কোনও শিলমোহর বসাননি। সবটাই ইন্ডাস্ট্রির চর্চা।
এ আর রহমান বা তাঁর টিম যদিও এই তথ্যের উপর কোনও শিলমোহর বসাননি। সবটাই ইন্ডাস্ট্রির চর্চা।
তিন দশক ধরে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এ আর রহমান। মণি রত্নম পরিচালিত ১৯৯২ সালে 'রোজা' ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিন দশক ধরে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এ আর রহমান। মণি রত্নম পরিচালিত ১৯৯২ সালে ‘রোজা’ ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
দীর্ঘ কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন। এমনকি গ্র্যামি, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো সম্মানও পেয়েছেন তিনি।
দীর্ঘ কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন। এমনকি গ্র্যামি, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো সম্মানও পেয়েছেন তিনি।