Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলে মেগা কাটছাঁট, ফর্মে থাকাকালীনই এই তারকাদের T20 কেরিয়ার শেষ করে দিল বিসিসিআই

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে এসেছে৷ বিশাল ভিকট্রি প্যারেডে দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের আবেগ একেবারে সব কিছুকে ছাপিয়ে গেছে৷ বিরাট ও রোহিত দুই তারকাই জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা আর টি টোয়েন্টি ফর্ম্যাটে দেশের জার্সিতে খেলবেন না৷ এরপরেই রিটায়েরমেন্টের সিদ্ধান্ত নেন রবীন্দ্র জাদেজাও৷ কিন্তু এই ক্রিকেটার ছাড়াও ভারতীয় ক্রিকেটে একাধিক ক্রিকেটারের টি টোয়েন্টি কেরিয়ারে বড় কালো মেঘের ছায়া৷
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে এসেছে৷ বিশাল ভিকট্রি প্যারেডে দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের আবেগ একেবারে সব কিছুকে ছাপিয়ে গেছে৷ বিরাট ও রোহিত দুই তারকাই জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা আর টি টোয়েন্টি ফর্ম্যাটে দেশের জার্সিতে খেলবেন না৷ এরপরেই রিটায়েরমেন্টের সিদ্ধান্ত নেন রবীন্দ্র জাদেজাও৷ কিন্তু এই ক্রিকেটার ছাড়াও ভারতীয় ক্রিকেটে একাধিক ক্রিকেটারের টি টোয়েন্টি কেরিয়ারে বড় কালো মেঘের ছায়া৷
পাঁচ ক্রিকেটারের কেরিয়ার, জীবনযাপন , খেলার প্রতি দায়বদ্ধতা নিয়ে বিসিসিআই মহলে নানা প্রশ্ন রয়েছে৷ তাই একাধিক সূত্র মনে করছেন তাদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টি টোয়েন্টি ফর্ম্যাট হয়ত শেষ৷ এই তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট নাম পাশাপাশি একাধিক তরুণ তুর্কি৷
পাঁচ ক্রিকেটারের কেরিয়ার, জীবনযাপন , খেলার প্রতি দায়বদ্ধতা নিয়ে বিসিসিআই মহলে নানা প্রশ্ন রয়েছে৷ তাই একাধিক সূত্র মনে করছেন তাদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টি টোয়েন্টি ফর্ম্যাট হয়ত শেষ৷ এই তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট নাম পাশাপাশি একাধিক তরুণ তুর্কি৷
কেএল রাহুলটি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের পছন্দের এক নম্বর ওপেনার ছিলেন কেএল রাহুল৷ ২০২১ এবং ২০২২ বিশ্বকাপে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স, টি টোয়েন্টি দলে তাঁর জায়গা নড়বড়ে করে দিয়েছে৷ 
কেএল রাহুল
টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের পছন্দের এক নম্বর ওপেনার ছিলেন কেএল রাহুল৷ ২০২১ এবং ২০২২ বিশ্বকাপে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স, টি টোয়েন্টি দলে তাঁর জায়গা নড়বড়ে করে দিয়েছে৷
এই মুহূর্তে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নতুন দুই তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অভিষেক শর্মাকে নিয়ে নতুন করে দলের ওপেনিংকে শক্তিশালী করে নিতে চাইছে৷
এই মুহূর্তে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নতুন দুই তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অভিষেক শর্মাকে নিয়ে নতুন করে দলের ওপেনিংকে শক্তিশালী করে নিতে চাইছে৷
দারুণ উঠছিলেন তরুণ তুর্কি ইশান কিষাণ কিন্তু এবারে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে তাঁর নাম বাতিল করে দেওয়া হয়৷ কারণ ছিল ইশান কিষাণের ঘরোয়া ক্রিকেটে না খেলার সাহসী সিদ্ধান্ত৷ তিনি ২০২৩-২০২৪ এ রনজি ট্রফিতে একটিও ম্যাচ খেলেননি৷ এবং এরপর থেকে ভারতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ খেললেনি তিনি৷
দারুণ উঠছিলেন তরুণ তুর্কি ইশান কিষাণ কিন্তু এবারে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে তাঁর নাম বাতিল করে দেওয়া হয়৷ কারণ ছিল ইশান কিষাণের ঘরোয়া ক্রিকেটে না খেলার সাহসী সিদ্ধান্ত৷ তিনি ২০২৩-২০২৪ এ রনজি ট্রফিতে একটিও ম্যাচ খেলেননি৷ এবং এরপর থেকে ভারতীয় দলের জার্সিতে একটিও ম্যাচ খেললেনি তিনি৷
এদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন, এগিয়ে আসছেন নির্বাচকদের প্রথম পছন্দ হিসেবে৷ ফলে ইশান কিষাণের এই ফর্ম্যাটে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷
এদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন, এগিয়ে আসছেন নির্বাচকদের প্রথম পছন্দ হিসেবে৷ ফলে ইশান কিষাণের এই ফর্ম্যাটে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷
স্যামসনকে যদি কোনও কারণে নাও পাওয়া যায় তাহলে নির্বাচকরা এখন নজর রাখছেন জিতেশ শর্মাকেই জিম্বাবোয়েতে ব্যাকআপ হিসেবে পাঠাচ্ছেন৷
স্যামসনকে যদি কোনও কারণে নাও পাওয়া যায় তাহলে নির্বাচকরা এখন নজর রাখছেন জিতেশ শর্মাকেই জিম্বাবোয়েতে ব্যাকআপ হিসেবে পাঠাচ্ছেন৷
শ্রেয়স আইয়ারইশান কিষাণের মতো মুম্বইয়ের ব্যাটার শ্রেয়স আইয়ার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি হারিয়েছেন৷ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলের তৃতীয় ট্রফি এনে দেওয়া অধিনায়কের জন্য মন গলেনি বোর্ডের৷ আইপিএল জয়ী অধিনায়ককে  জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ট্যুরে তাঁকে দলে রাখা হয়নি৷ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন শুভমান গিল৷
শ্রেয়স আইয়ার
ইশান কিষাণের মতো মুম্বইয়ের ব্যাটার শ্রেয়স আইয়ার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি হারিয়েছেন৷ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলের তৃতীয় ট্রফি এনে দেওয়া অধিনায়কের জন্য মন গলেনি বোর্ডের৷ আইপিএল জয়ী অধিনায়ককে  জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ট্যুরে তাঁকে দলে রাখা হয়নি৷ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন শুভমান গিল৷
তিনি শেষ ডিসেম্বর মাসে ভারতীয় দলের জার্সিতে শর্টেস্ট ফর্ম্যাটে খেলছেন৷ তাই কেকেআরের সাফল্যও এক ঝটকায় বাদ দিয়ে দিয়েছেন নির্বাচকরা৷
তিনি শেষ ডিসেম্বর মাসে ভারতীয় দলের জার্সিতে শর্টেস্ট ফর্ম্যাটে খেলছেন৷ তাই কেকেআরের সাফল্যও এক ঝটকায় বাদ দিয়ে দিয়েছেন নির্বাচকরা৷
ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক টি টোয়েন্টি ফর্ম্যাটে যুজবেন্দ্র চাহাল, তবুও টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও খেলানো হয়নি৷ কুলদীপ যাদবকেই স্পিন বিভাগে বল হাতে দায়িত্ব সামলাতে হয়েছে৷ রবি বিষ্ণোইতে ভবিষ্যত দেখতে চাইছে বোর্ড ফলে চাহালের টি টোয়েন্টি কেরিয়ার খুব সম্ভবত শেষের পথে৷
ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক টি টোয়েন্টি ফর্ম্যাটে যুজবেন্দ্র চাহাল, তবুও টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও খেলানো হয়নি৷ কুলদীপ যাদবকেই স্পিন বিভাগে বল হাতে দায়িত্ব সামলাতে হয়েছে৷ রবি বিষ্ণোইতে ভবিষ্যত দেখতে চাইছে বোর্ড ফলে চাহালের টি টোয়েন্টি কেরিয়ার খুব সম্ভবত শেষের পথে৷
মহম্মদ শামিতারকা পেসার মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে যে পারফরম্যান্স করেছেন তাতে ভর দিয়েই ভারত ফাইনাল খেলেছিল৷  কিন্তু টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স ২৪ উইকেট রয়েছে, ইকনমি রেট ৮.৯৪৷
মহম্মদ শামি
তারকা পেসার মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে যে পারফরম্যান্স করেছেন তাতে ভর দিয়েই ভারত ফাইনাল খেলেছিল৷  কিন্তু টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স ২৪ উইকেট রয়েছে, ইকনমি রেট ৮.৯৪৷
তাঁর বয়স ৩৪ ছুঁইছুঁই৷ এদিকে তরুণ হিসেবে উঠে আসছেন অর্শদীপ এবং মহম্মদ সিরাজ৷ ফলে শামি আদৌ আর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে৷
তাঁর বয়স ৩৪ ছুঁইছুঁই৷ এদিকে তরুণ হিসেবে উঠে আসছেন অর্শদীপ এবং মহম্মদ সিরাজ৷ ফলে শামি আদৌ আর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে৷