Novak Djokovic : নিতে হবে না বাধ্যতামূলক ভ্যাকসিন! ইউএস ওপেন খেলতে পারবেন নোভাক জকোভিচ

#সিনসিনাটি: তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য অনুতপ্ত নন। ভ্যাকসিন না নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। শেষ পর্যন্ত না খেলেই ফিরে আসতে হয়েছিল দেশে। তবু ও নিজের সিদ্ধান্তে অটল থেকেছিলেন নোভাক জোকোভিচ। কোভিড ভ্যাকসিন কিছুতেই নেবেন না! নিজের সিদ্ধান্তে অনড় নোভাক জকোভিচ। তা সত্ত্বেও সার্বিয়ান তারকার সামনে খুলে যেতে পারে ইউএস ওপেনে খেলার দরজা।

আরও পড়ুন – S Jaishankar : চিনকে সরাসরি হুমকি জয় শঙ্করের! ভারতের ভদ্রতার সীমা আছে মনে রাখবেন

কারণ, আমেরিকার সরকার ভ্যাকসিন সংক্রান্ত আইন শিথিল করার পথে হাঁটতে চলেছে। যদিও ইউএস ওপেনের প্রস্তুতি আসর সিনাসিনাটি ওপেনে খেলবেন না সার্বিয়ান তারকা। এতদিন ভ্যাকসিন ছাড়া আমেরিকায় কোনও বিদেশিরই প্রবেশের অনুমতি ছিল না। তবে শনিবার সেই নিয়ম শিথিল করেছে মার্কিন সরকার। এর ফলে ইউএস ওপেনে সুবিধা পাবেন ভ্যাকসিন না নেওয়া খেলোয়াড়রা।

উল্লেখ্য, ২৯ আগস্ট নিউ ইয়র্কে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। ওই আসরে তিনবারের চ্যাম্পিয়ন নোভাক। তাঁর সামনে এবার সুযোগ রয়েছে খেতাব উদ্ধারের। এদিকে, ভ্যাকসিন বিতর্কে নিজের দর্শনের পক্ষে যুক্তি দেখিয়েছেন সার্বিয়ান তারকা। জোকার বলেন, অসুস্থতাকে মোকাবিলা করার জন্য প্রতিষেধক নেওয়ার ব্যাপারে আমি প্রথম থেকেই ঘোর বিরোধী।

আমেরিকায় বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলার জন্য তিনি মুখিয়ে আছেন পরিষ্কার জানিয়েছেন জোকার। রজার ফেদেরার খেলবেন কিনা জানা নেই। তবে রাফায়েল নাদাল পেটের চোটের কারনে উইম্বলডন খেলতে না পারলেও ইউএস ওপেন খেলবেন। সেক্ষেত্রে ২২ বারের চ্যাম্পিয়ন এর মুখোমুখি হতে হবে জোকারকে।

নোভাক যদি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে তিনি স্পর্শ করবেন নাদালকে। অস্ট্রেলিয়ান ওপেনে যখন জোকারকে ভ্যাক্সিন না নেওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছিল, তখন সেই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছিলেন নাদাল। ফলে দুই মহা তারকার মুখোমুখি লড়াইয়ে এবার প্রচুর উপকরণ মজুদ থাকবে।