২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’। ছবিতে আমির খান, মাধবন, শরমন জোশির মতো তারকা থাকলেও আলাদা করে নজর কেড়েছিলেন ওমি বৈদ্য। ছবিতে চতুর, থুড়ি সাইলেন্সরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন কোথায় সেই চতুর রামালিঙ্গম অর্থাৎ ওমি?

Omi Vaidya: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’। ছবিতে আমির খান, মাধবন, শরমন জোশির মতো তারকা থাকলেও আলাদা করে নজর কেড়েছিলেন ওমি বৈদ্য। ছবিতে চতুর, থুড়ি সাইলেন্সরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন কোথায় সেই চতুর রামালিঙ্গম অর্থাৎ ওমি?
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’। ছবিতে আমির খান, মাধবন, শরমন জোশির মতো তারকা থাকলেও আলাদা করে নজর কেড়েছিলেন ওমি বৈদ্য। ছবিতে চতুর, থুড়ি সাইলেন্সরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন কোথায় সেই চতুর রামালিঙ্গম অর্থাৎ ওমি?
চতুরের ভূমিকায় ছবিতে অভিনয় করেছিলেন ওমি বৈদ্য। কলেজের অনুষ্ঠানে মঞ্চে চতুরের ভাষণ আজও দর্শকের মনে পড়লেই, তাঁরা হেসে ওঠেন। এহেন চতুর এখন কেমন আছেন? অর্থাৎ কেমন আছেন ওমি?
চতুরের ভূমিকায় ছবিতে অভিনয় করেছিলেন ওমি বৈদ্য। কলেজের অনুষ্ঠানে মঞ্চে চতুরের ভাষণ আজও দর্শকের মনে পড়লেই, তাঁরা হেসে ওঠেন। এহেন চতুর এখন কেমন আছেন? অর্থাৎ কেমন আছেন ওমি?
২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর জনপ্রিয় হয়ে যান ওমি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘দেশি বয়েজ’, ‘প্লেয়ার্স’, ‘জোড়ি ব্রেকার্স’-এর মতো হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান ওমি। কিন্তু কোনও ছবিই অভিনেতার কেরিয়ারে বিশেষ দাগ কাটতে পারেননি।
২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর জনপ্রিয় হয়ে যান ওমি। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘দেশি বয়েজ’, ‘প্লেয়ার্স’, ‘জোড়ি ব্রেকার্স’-এর মতো হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান ওমি। কিন্তু কোনও ছবিই অভিনেতার কেরিয়ারে বিশেষ দাগ কাটতে পারেননি।
২০১২ সালের পর ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় ওমির। মুম্বই ছেড়ে আবার আমেরিকায় ফিরে যান তিনি। সেখানে গিয়ে টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন। ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’, ‘দ্য অফিস’-এর মতো একাধিক ইংরেজি ধারাবাহিকে অভিনয় করেন ওমি। কিন্তু ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে।
২০১২ সালের পর ধীরে ধীরে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় ওমির। মুম্বই ছেড়ে আবার আমেরিকায় ফিরে যান তিনি। সেখানে গিয়ে টেলিভিশন সিরিজে অভিনয় শুরু করেন। ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’, ‘দ্য অফিস’-এর মতো একাধিক ইংরেজি ধারাবাহিকে অভিনয় করেন ওমি। কিন্তু ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে।
কানাঘুষো শোনা যায়, ‘থ্রি ইডিয়টস’ ছবির মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেন ওমি। কিন্তু তাঁর হিন্দি উচ্চারণ শুনে পরিচালকের মাথায় নতুন পরিকল্পনা আসে।
কানাঘুষো শোনা যায়, ‘থ্রি ইডিয়টস’ ছবির মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য অডিশন দেন ওমি। কিন্তু তাঁর হিন্দি উচ্চারণ শুনে পরিচালকের মাথায় নতুন পরিকল্পনা আসে।
ওমির অডিশন দেখে রাজকুমার এতটাই মুগ্ধ হয়ে যান যে, তাঁর আদলে একটি নতুন চরিত্র ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য তৈরি করেন পরিচালক। ওমিকে পরিচালক কথা দেন যে, পার্শ্বচরিত্র হলেও ছবির প্রাণ হবেন ওমি।
ওমির অডিশন দেখে রাজকুমার এতটাই মুগ্ধ হয়ে যান যে, তাঁর আদলে একটি নতুন চরিত্র ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্য তৈরি করেন পরিচালক। ওমিকে পরিচালক কথা দেন যে, পার্শ্বচরিত্র হলেও ছবির প্রাণ হবেন ওমি।
অভিনয় ছেড়ে পরিচালনার দিকে মন দেন ওমি। বর্তমানে স্ত্রী মিনাল পটেল এবং দুই সন্তান-সহ আমেরিকায় থাকেন তিনি।
অভিনয় ছেড়ে পরিচালনার দিকে মন দেন ওমি। বর্তমানে স্ত্রী মিনাল পটেল এবং দুই সন্তান-সহ আমেরিকায় থাকেন তিনি।
পরে একটি মরাঠি ছবির পরিচালনার সঙ্গে যুক্ত  হন ওমি। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সে ছবির শ্যুটিং হয়েছে।
পরে একটি মরাঠি ছবির পরিচালনার সঙ্গে যুক্ত হন ওমি। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সে ছবির শ্যুটিং হয়েছে।
আইচ্যা গভত মরাঠি বোল নামের ছবিটি ২০২৪-এর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে। পরিচালর ওমি বৈদ্য।
আইচ্যা গভত মরাঠি বোল নামের ছবিটি ২০২৪-এর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে। পরিচালর ওমি বৈদ্য।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বেশ কিছু জায়গায় পারফর্ম করেন ওমি। সমাজমাধ্যমেও সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মজাদার ভিডিও পোস্ট করেন অভিনেতা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষ লক্ষ।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে বেশ কিছু জায়গায় পারফর্ম করেন ওমি। সমাজমাধ্যমেও সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মজাদার ভিডিও পোস্ট করেন অভিনেতা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষ লক্ষ।