জ্যোতিষকাহন Dhanteras Dhan Yog: ধনতেরস ধনত্রয়োদশী! সহায় হবে লক্ষ্মী, ‘সন্ধে ৬:৩১ থেকে….’ জানুন কখন কোন জিনিস কিনবেন! Gallery October 25, 2024 Bangla Digital Desk ধনতেরসের দিন সোনা, রুপো, ব্রোঞ্জ, ফুল, পিতল বা তামা দিয়ে তৈরি জিনিস কিনতে হবে। এটি আপনার জন্য উপকারী হবে। ধাতব পাত্র কিনতে ভুলবেন না, কারণ এই দিনে ভগবান ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় কলসে অমৃত নিয়ে এসেছিলেন, তাই এই দিনে ধাতব পাত্র কিনুন। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ধনতেরসকে ধনত্রয়োদশীও বলা হয়। এবার ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর সকাল ১০.৩১ মিনিটে। এই তারিখটি ৩০ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হবে। এই কারণে ২৯ অক্টোবর ২০২৪ তারিখে ধনতেরস পুজো অনুষ্ঠিত হবে। ধনতেরাসে ঘরবাড়ি, বাসনপত্র, সোনা-রুপোর গয়না, ইলেকট্রনিক্স ইত্যাদি কেনা হয়। আপনি যদি ধনতেরসে কেনাকাটা করতে যাচ্ছেন তবে। ২৯ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর ৬টা ৩২ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। ধনতেরাসে দিনে কেনাকাটার সময় সন্ধে ৬টা ৩১ মিনিট থেকে- রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত। তৃতীয় কেনাকাটার সময় – সন্ধে ৫টা ৩৮ মিনিট থেকে- সন্ধে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত। ধনতেরসে কেনাকাটা করার ঐতিহ্যের কারণে, সারা দিন কেনাকাটা করা যায়। তবে পণ্ডিতদের মতে, ধনতেরসে সন্ধের সময়টি লক্ষ্মী ও কুবেরের পুজো এবং যমের দীপদানের সঙ্গে কেনাকাটার জন্য সেরা সময়।