Bad Newz: এক মায়ের গর্ভে দুই পুরুষের সন্তান! ভিকি কৌশলের ব্যাড নিউজের বিষয়, কীভাবে হয় এই কাণ্ড, জানুন

সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ‘ব্যাড নিউজ’ ছবির ট্রেলার। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, অ্যামি ভির্ক এবং তৃপ্তি দিমরিকে। ট্রেলার দেখে মনে হচ্ছে যে, ‘ব্যাড নিউজ’ একটি কমেডি ছবি। তবে এই ছবির গল্পে একটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে। যার নাম হল ‘হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশন’। কিন্তু এই বিষয়টা ঠিক কী?
সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ‘ব্যাড নিউজ’ ছবির ট্রেলার। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, অ্যামি ভির্ক এবং তৃপ্তি দিমরিকে। ট্রেলার দেখে মনে হচ্ছে যে, ‘ব্যাড নিউজ’ একটি কমেডি ছবি। তবে এই ছবির গল্পে একটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে। যার নাম হল ‘হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশন’। কিন্তু এই বিষয়টা ঠিক কী?
আসলে এই বিশেষ অবস্থার ক্ষেত্রে দু’জন আলাদা আলাদা পুরুষের শুক্রাণু দু’টি ডিম্বাণুকে নিষিক্ত করে। হেটেরোপ্যাটার্নাল শব্দের অর্থ হল আলাদা আলাদা বাবা। আর সুপারফেকন্ডেশন হল একই চক্রের মধ্যে একাধিক ডিম্বাণুর নিষেক। জিনগত ভাবে এই ধরনের যমজরা সাধারণত হাফ-সিস্টার কিংবা হাফ-ব্রাদার হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে মা হন একই মহিলা আর বাবা হন আলাদা দু’জন পুরুষ।
আসলে এই বিশেষ অবস্থার ক্ষেত্রে দু’জন আলাদা আলাদা পুরুষের শুক্রাণু দু’টি ডিম্বাণুকে নিষিক্ত করে। হেটেরোপ্যাটার্নাল শব্দের অর্থ হল আলাদা আলাদা বাবা। আর সুপারফেকন্ডেশন হল একই চক্রের মধ্যে একাধিক ডিম্বাণুর নিষেক। জিনগত ভাবে এই ধরনের যমজরা সাধারণত হাফ-সিস্টার কিংবা হাফ-ব্রাদার হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে মা হন একই মহিলা আর বাবা হন আলাদা দু’জন পুরুষ।
আবার অ্যানিম্যাল জেনেটিক্সে এই বিষয়টি খুবই সাধারণ। ভেড়া এবং গরুর ক্ষেত্রে এমনটা দেখা যায়। আসলে স্ত্রী ভেড়া ও স্ত্রী গরু একাধিক পুরুষ ভেড় কিংবা গরুর সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়। যার জেরে এই অবস্থার পরিস্থিতি তৈরি হয়। যদিও এই বিষয়টা মানুষের ক্ষেত্রে বিরলই বলা চলে। সারা বিশ্বে খুবই কম দেখা দিয়েছে এহেন ঘটনা।
আবার অ্যানিম্যাল জেনেটিক্সে এই বিষয়টি খুবই সাধারণ। ভেড়া এবং গরুর ক্ষেত্রে এমনটা দেখা যায়। আসলে স্ত্রী ভেড়া ও স্ত্রী গরু একাধিক পুরুষ ভেড় কিংবা গরুর সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়। যার জেরে এই অবস্থার পরিস্থিতি তৈরি হয়। যদিও এই বিষয়টা মানুষের ক্ষেত্রে বিরলই বলা চলে। সারা বিশ্বে খুবই কম দেখা দিয়েছে এহেন ঘটনা।
মানুষের ক্ষেত্রে এমনটা হলে কী কী হতে পারে?সুপারফেকন্ডেশনের ক্ষেত্রে দু’টি ভিন্ন ঘটনা দেখা যায়। ধরা যাক, একজন মহিলার একই সময়ে দু’টি ডিম্বাণু নির্গত হয়। আর গর্ভাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে দিন কয়েকের জন্য শুক্রাণু বেঁচে থাকতে পারে। হয়তো এমনটা ঘটে থাকতে পারে যে, ওই মহিলা ডিম্বাণু নির্গত হওয়ার আগেই এক পুরুষের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়েছেন। আবার ওভ্যুলেশনের ঠিক পরেই অন্য পুরুষের সঙ্গে শারীরিক মিলন করেছেন।
মানুষের ক্ষেত্রে এমনটা হলে কী কী হতে পারে?
সুপারফেকন্ডেশনের ক্ষেত্রে দু’টি ভিন্ন ঘটনা দেখা যায়। ধরা যাক, একজন মহিলার একই সময়ে দু’টি ডিম্বাণু নির্গত হয়। আর গর্ভাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে দিন কয়েকের জন্য শুক্রাণু বেঁচে থাকতে পারে। হয়তো এমনটা ঘটে থাকতে পারে যে, ওই মহিলা ডিম্বাণু নির্গত হওয়ার আগেই এক পুরুষের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়েছেন। আবার ওভ্যুলেশনের ঠিক পরেই অন্য পুরুষের সঙ্গে শারীরিক মিলন করেছেন।
এছাড়া আরও একটি ঘটনা ঘটে থাকতে পারে। আর সেটি হল, ওই মহিলার দেহে কয়েক দিনের ব্যবধানে দুটি ডিম্বাণু নির্গত হয়েছে। কিন্তু ঘটনাটি ঘটেছে একই প্রজনন চক্রের আওতায়। 
এছাড়া আরও একটি ঘটনা ঘটে থাকতে পারে। আর সেটি হল, ওই মহিলার দেহে কয়েক দিনের ব্যবধানে দুটি ডিম্বাণু নির্গত হয়েছে। কিন্তু ঘটনাটি ঘটেছে একই প্রজনন চক্রের আওতায়।
কী কী ঝুঁকি হতে পারে?হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশনের জন্য বাড়তে পারে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা। শুধু তা-ই নয়, হাইপারটেনশন এমনকী কিছু কিছু ক্ষেত্রে প্রি-টার্ম বার্থের মতো ঘটনাও ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার জন্মের পর দেখা যায়, শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম। এক্ষেত্রে হবু মায়ের উপর বিশেষ নজর রাখা আবশ্যক। নাহলে সিজারিয়ান ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের বক্তব্য, হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশনের জেরে জন্মানো শিশুদের উচ্চতা এক না-ও হতে পারে। তাদের নির্দিষ্ট বাবার থেকে জিনগত বৈশিষ্ট্যও লাভ করে তারা।
কী কী ঝুঁকি হতে পারে?
হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশনের জন্য বাড়তে পারে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা। শুধু তা-ই নয়, হাইপারটেনশন এমনকী কিছু কিছু ক্ষেত্রে প্রি-টার্ম বার্থের মতো ঘটনাও ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার জন্মের পর দেখা যায়, শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম।
এক্ষেত্রে হবু মায়ের উপর বিশেষ নজর রাখা আবশ্যক। নাহলে সিজারিয়ান ডেলিভারির সম্ভাবনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের বক্তব্য, হেটেরোপ্যাটার্নাল সুপারফেকন্ডেশনের জেরে জন্মানো শিশুদের উচ্চতা এক না-ও হতে পারে। তাদের নির্দিষ্ট বাবার থেকে জিনগত বৈশিষ্ট্যও লাভ করে তারা।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, এটাও মনে রাখা আবশ্যক যে, দু’টো শুক্রাণু একই ডিম্বাণু নিষিক্ত করতে পারে না। ডাবল ফার্টিলাইজেশনের অর্থ হল, কোষে অতিরিক্ত ডিএনএ থাকবে। তাই এটি কার্যকর হবে না। আবার সুপারফিটেশনের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য চক্রে আরও একবার গর্ভবতী হয়ে পড়তে পারেন। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা অত্যন্ত বিরল।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, এটাও মনে রাখা আবশ্যক যে, দু’টো শুক্রাণু একই ডিম্বাণু নিষিক্ত করতে পারে না। ডাবল ফার্টিলাইজেশনের অর্থ হল, কোষে অতিরিক্ত ডিএনএ থাকবে। তাই এটি কার্যকর হবে না। আবার সুপারফিটেশনের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য চক্রে আরও একবার গর্ভবতী হয়ে পড়তে পারেন। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা অত্যন্ত বিরল।