haris Rauf

ICC t20 World Cup 2024: আমেরিকার বিরুদ্ধে হারতেই প্রাক্তন অধিনায়কের চূড়ান্ত কটাক্ষ পাক পেসারকে

টেক্সাস: আমেরিকার বিরুদ্ধে হারের ধাক্কা কাটতে না কাটতেই প্রাক্তনদের আক্রমণের মুখে পড়লেন পাক ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হ্যারিস রাউফ আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য আক্রমণ করেছেন পেসার হ্যারিস রাউফকে।

আমেরিকা- পাকিস্তানের ম্যাচে শেষ ওভারে বল করতে যান হ্যারিস রাউফ। শেষ ওভারে ম্যাচ জিততে আমেরিকার ১৫ রান দরকার ছিল। সেই রানমন আটকাতে পারেননি রাউফ। এমনকি শেষ বলে মাত্র ৫ রান দরকার ছিল। তা-ও আটকাতে পারেননি পাক পেসার। শেষ পর্যন্ত ম্যাচ সুপার ওভারে গেলে আমেরিকা জিতে যায়।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

আরও পড়ুন: আগামী দু’-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দুই জেলায়

এই ঘটনা নিয়ে রাউফকে আক্রমণ করে বাট বলেন, “ও যে এত রান দিয়েছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ, ও এমন বোলার যে কখনও নিজের ফিল্ডের দিকে তাকায় না। মিড অফ যেখানে ৩০ গজের বৃত্তের মধ্যে রয়েছে সেখানে ও ফুল লেনথ বল করছিল, আর যেই কারণে শেষ বলে বাউন্ডারি হল। অধিনায়কও যা দেখে চেঁচাচ্ছিল। যখন মিড-অফ উপরে রয়েছে, তখন ফুল লেনথ বল করাই যায় না, এটা ক্রিকেটের বেসিক”।

চার ওভার বল করে ৩৭ রান দিয়েছেন রাউফ। রাউফের ‘অদ্ভুত বোলিং অ্যাকশন’ নিয়েও কটাক্ষ করেন সালমান বাট। বলেন, “ওর বোলিং দেখে মনে হয় ওর কোনও ক্ষতি হয়েছে বা ছিনতাই হয়ে গেছে। আমি জানি না ও কী করতে চায়, কিন্তু এটা একদমই অপেশাদার আচরণ”।