'অন্তিম বিদায় '-এর পথে গজল কিং

Pankaj Udhas Last Rites: ‘অন্তিম বিদায়’-এর পথে গজল কিং, কোথায়-কখন হবে পঙ্কজ উধাসের শেষকৃত্য? শোকস্তব্ধ দেশ

সুরেলা সফরে 'ইতি'৷ সুরের জগৎ থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন গজল কিং পঙ্কজ উধাস৷ ৭২-এ থেমে গেল সুরেলা কন্ঠ৷
সুরেলা সফরে ‘ইতি’৷ সুরের জগৎ থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন গজল কিং পঙ্কজ উধাস৷ ৭২-এ থেমে গেল সুরেলা কন্ঠ৷
সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস৷ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে৷ কিংবদন্তি মৃত্যুতে কাঁদছে গোটা দেশের সমস্ত অনুরাগীরা৷  আচমকাই সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি৷
সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস৷ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত জগতে৷ কিংবদন্তি মৃত্যুতে কাঁদছে গোটা দেশের সমস্ত অনুরাগীরা৷ আচমকাই সকলকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি৷
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গজল শিল্পী পঙ্কজ৷  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গজল শিল্পী পঙ্কজ৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রয়াত গজল কিং-এর মেয়ে  নায়াব উধাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বাবার শেষকৃত্যের কথা জানিয়েছেন৷ মুম্বইয়ের ওরলি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রয়াত গজল কিং-এর মেয়ে নায়াব উধাস ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বাবার শেষকৃত্যের কথা জানিয়েছেন৷ মুম্বইয়ের ওরলি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
পঙ্কজ উধাসের মেয়ে ভারাক্রান্ত মন নিয়ে পোস্টে লেখেন-পদ্মশ্রী পঙ্কজ উধাসের স্নেহময় স্মৃতিতে, ভারাক্রান্ত হৃদয়ে, আমরা আপনাকে জানাতে দুঃখিত যে দীর্ঘ অসুস্থতার কারণে তিনি ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি মারা যান। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওরলি শ্মশানে।
পঙ্কজ উধাসের মেয়ে ভারাক্রান্ত মন নিয়ে পোস্টে লেখেন-পদ্মশ্রী পঙ্কজ উধাসের স্নেহময় স্মৃতিতে, ভারাক্রান্ত হৃদয়ে, আমরা আপনাকে জানাতে দুঃখিত যে দীর্ঘ অসুস্থতার কারণে তিনি ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি মারা যান। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওরলি শ্মশানে।
পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। তবে সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ সেই কারণেই গত কিছুদিন  ধরে খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না তিনি৷ তবে আর শেষরক্ষা হল না৷ সকলকে কাঁদিয়ে নিঃশব্দে চলে গেলেন পঙ্কজ উধাস৷
পঙ্কজ উধাসের মেয়ে জানিয়েছেন, সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এবং অনেকদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন। এই কারণে কোনও পার্টি বা অনুষ্ঠানে যেতেন না তিনি। বয়স বাড়ার কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। তবে সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ সেই কারণেই গত কিছুদিন ধরে খুব একটা বাড়ির বাইরে বেরোতেন না তিনি৷ তবে আর শেষরক্ষা হল না৷ সকলকে কাঁদিয়ে নিঃশব্দে চলে গেলেন পঙ্কজ উধাস৷