এই ব্রত মানলে ধুয়ে যাবে সব পাপ

Papankusha Ekadashi: পাপাঙ্কুশ একাদশীতে করুন ৩ জিনিসের দান, বিষ্ণুর কৃপায় পাপ থেকে পাবেন মুক্তি, মা লক্ষী দুই হাত ভরে দেবে অর্থ

এবারে পাপাঙ্কুশ একাদশী ১৩ অক্টোবর ২০২৪ পড়েছে। এটি রবিবার পালন করা হবে। বলা হয়, এই দিনে ব্রত পালন এবং নিষ্ঠার সঙ্গে পূজা করলে আপনি শ্রীহরির আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে এই দিনে দান করারও শুভ ফল হয়।
এবারে পাপাঙ্কুশ একাদশী ১৩ অক্টোবর ২০২৪ পড়েছে। এটি রবিবার পালন করা হবে। বলা হয়, এই দিনে ব্রত পালন এবং নিষ্ঠার সঙ্গে পূজা করলে আপনি শ্রীহরির আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে এই দিনে দান করারও শুভ ফল হয়।
তবে যা কিছু দান করলেই তো হবে। আপনাকে জানতে হবে, ঠিক কোন জিনিসগুলি দান করলে আপনার জন্য সেটা ভালো হবে৷  আপনাকে কোন জিনিসগুলোর দান করতে হবে জেনে নিন৷  ভোপালের জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ মিস না করে পড়ুন কী কী বলেছেন তিনি।
তবে যা কিছু দান করলেই তো হবে। আপনাকে জানতে হবে, ঠিক কোন জিনিসগুলি দান করলে আপনার জন্য সেটা ভালো হবে৷  আপনাকে কোন জিনিসগুলোর দান করতে হবে জেনে নিন৷  ভোপালের জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ মিস না করে পড়ুন কী কী বলেছেন তিনি।
অন্নের দান - শাস্ত্র অনুযায়ী, সকল প্রকার দানের মধ্যে অন্ন এবং বস্ত্র দানকে বড় পুণ্য মনে করা হয়েছে। তাই, যদি পাপাঙ্কুশ একাদশীর দিনে কোনও অভাবীকে অন্ন দান করেন, তবে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি আসবে, এবং শ্রীহরি ও মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে।
অন্নের দান – শাস্ত্র অনুযায়ী, সকল প্রকার দানের মধ্যে অন্ন এবং বস্ত্র দানকে বড় পুণ্য মনে করা হয়েছে। তাই, যদি পাপাঙ্কুশ একাদশীর দিনে কোনও অভাবীকে অন্ন দান করেন, তবে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি আসবে, এবং শ্রীহরি ও মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে।
তাই দেরি না করে আপনার চেনা শোনা কোনও ভিক্ষুক বা অভাবী লোকজন থাকলে, তাদের ডেকে নিয়ে আসুন নিজের বাড়িতে৷ তারপর নিষ্ঠার সঙ্গে খুশি মনে তাদের অন্য দান করুন৷ আরও ভালো হবে, যদি আপনি তাদেরকে বস্ত্রও দান করেন৷ মনে রাখবেন, কাউকে দিলে কোনও কিছু কমে না৷ এতে ঈশ্বরের আশির্বাদ সবসময় আপনার সঙ্গে থেকে যাবে
তাই দেরি না করে আপনার চেনা শোনা কোনও ভিক্ষুক বা অভাবী লোকজন থাকলে, তাদের ডেকে নিয়ে আসুন নিজের বাড়িতে৷ তারপর নিষ্ঠার সঙ্গে খুশি মনে তাদের অন্য দান করুন৷ আরও ভালো হবে, যদি আপনি তাদেরকে বস্ত্রও দান করেন৷ মনে রাখবেন, কাউকে দিলে কোনও কিছু কমে না৷ এতে ঈশ্বরের আশির্বাদ সবসময় আপনার সঙ্গে থেকে যাবে।
অর্থের দান - বলা হয়, অর্থের দান করলে পুণ্যফল লাভ হয়। বিশেষ করে যখন আপনি এটি ভাল কাজে ব্যবহার করেন। একাদশীর দিনে মন্দির, বিদ্যালয়, হাসপাতাল বা অন্যের জন্য বাড়ি নির্মাণে অর্থ দান করলে আপনি ভগবান কৃপা লাভ করেন।
অর্থের দান – বলা হয়, অর্থের দান করলে পুণ্যফল লাভ হয়। বিশেষ করে যখন আপনি এটি ভাল কাজে ব্যবহার করেন। একাদশীর দিনে মন্দির, বিদ্যালয়, হাসপাতাল বা অন্যের জন্য বাড়ি নির্মাণে অর্থ দান করলে আপনি ভগবান কৃপা লাভ করেন।
আমরা রোজই নিজের অজান্তে একাধিক অর্থ নষ্ট করে ফেলি৷ ইশ্বর সবাইকেই সবকিছু দিয়ে দেখেন, কে রাখতে পারে আর কে রাখতে পারে না৷ অযথা অপচয় না করাই ভালো৷ তার থেকে যাদের প্রকৃত সাহায্য দরকার, তাদের পাশে দাঁড়ান৷ এমন জায়গায় অর্থ দান করুন, যেখানে গেলে গরীব, অভাবীরা প্রকৃত সাহায্য পাবে৷ সেটা মন্দির, হাসপাতাল, স্কুল হতেই পারে৷
আমরা রোজই নিজের অজান্তে একাধিক অর্থ নষ্ট করে ফেলি৷ ইশ্বর সবাইকেই সবকিছু দিয়ে দেখেন, কে রাখতে পারে আর কে রাখতে পারে না৷ অযথা অপচয় না করাই ভালো৷ তার থেকে যাদের প্রকৃত সাহায্য দরকার, তাদের পাশে দাঁড়ান৷ এমন জায়গায় অর্থ দান করুন, যেখানে গেলে গরীব, অভাবীরা প্রকৃত সাহায্য পাবে৷ সেটা মন্দির, হাসপাতাল, স্কুল হতেই পারে৷
খারাপ আচরণের দান - সবসময় মনে রাখবেন, আপনি কারও সঙ্গে খারাপ ব্যবহার করলে, দিনের শেষে বা জীবনে কোনও না কোনও সময় সেটা আপনার কাছে ফিরবেই৷ এই বিশেষ দিনে এমন কাজ তাই ভুলেও করবেন না৷ সতর্ক থাকুন, না হলেই বিপদ৷
খারাপ আচরণের দান – সবসময় মনে রাখবেন, আপনি কারও সঙ্গে খারাপ ব্যবহার করলে, দিনের শেষে বা জীবনে কোনও না কোনও সময় সেটা আপনার কাছে ফিরবেই৷ এই বিশেষ দিনে এমন কাজ তাই ভুলেও করবেন না৷ সতর্ক থাকুন, না হলেই বিপদ৷
পাপাঙ্কুশ একাদশীর ব্রত রাখলে আপনার পাপ নষ্ট হবে৷ আপনি নিজ জ্ঞানে বা অন্য কোনও চিন্তায় হয়তো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা অন্যায় কোনও কাজ করেছেন৷ যার জন্য এখনও অনুশোচনা ভোগ করতে হচ্ছে৷ এই বিশেষ দিনে ব্রত রাখলে আপনি অন্তরের কষ্ট থেকে মুক্তি পাবেনই৷ নিষ্ঠা ভরে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করুন৷ 
পাপাঙ্কুশ একাদশীর ব্রত রাখলে আপনার পাপ নষ্ট হবে৷ আপনি নিজ জ্ঞানে বা অন্য কোনও চিন্তায় হয়তো কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা অন্যায় কোনও কাজ করেছেন৷ যার জন্য এখনও অনুশোচনা ভোগ করতে হচ্ছে৷ এই বিশেষ দিনে ব্রত রাখলে আপনি অন্তরের কষ্ট থেকে মুক্তি পাবেনই৷ নিষ্ঠা ভরে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করুন৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷