প্রতীকী ছবি

Woman abuse: আবার নারী নির্যাতন! দুই স্কুল ছাত্রীকে হেনস্থার অভিযোগে প্রতিবাদে উত্তাল মুম্বইয়ের বদলাপুর

মুম্বই: আরজি কর কাণ্ডের রেশ এখনও মেটেনি, সেই নিয়ে এখনও প্রতিবাদ চলছে সারা দেশে। এর মধ্যেই একের পরে এক যৌন হেনস্থা, শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা ঘটে চলেছে সারা দেশে। এমনই এক ঘটনা নিয়ে উত্তাল হল মহারাষ্ট্রের বদলাপুর।

মুম্বইয়ের বদলাপুরে এক নার্সারি স্কুলের ঘটনা, ৪ বছর বয়সি দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বদলাপুর। মঙ্গলবার এর প্রতিবাদ গোটা ঠাণে জেলায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভ এতটাই তীব্রতর হয়ে ওঠে যে সাধারণ মানুষ স্কুল ভাঙচুর চালায়। সেই সঙ্গে ট্রেনও অবরোধ করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘হাসপাতাল ভাঙচুরের সময় পুলিশ কোথায় ছিল?’ আরজি কর নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ ফাঁসির দড়ি নিয়ে হাজির হয়, চিৎকার করে দাবি করতে শুরু করে যে অপরাধীদের দ্রুত ফাঁসি দিতে হবে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১৪ অগাস্ট, তারপরে ৫ দিন ধরে বন্ধ ছিল স্কুল। ২০ তারিখ স্কুল খুলতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্কুলে। নির্যাতিতা দুই শিশুর পরিবারের অভিযোগ, নির্যাতনের অভিযোগে এফআইআর করার জন্য প্রয়োজনীয় সাহায্য করেনি স্কুল, সেই জন্যই তাঁদের এফআইআর করতে দেরি হয়েছে। তবে অভিযোগ পাওয়ার পরেই স্কুলের সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘আরজি করে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী’, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, যেখানে ঘটনাটি ঘটে সেখানে কোনও সিসিটিভি ছিল না। পুলিশ স্কুলের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। বর্তমানে উত্তাল পরিস্থিতি সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, শূন্যে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ বিক্ষোভ সামলাতে লাঠিচার্জও করে।