জ্যোতিষকাহন, লাইফস্টাইল Personality Test: পায়ের আঙুলই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ…! মিলিয়ে দেখার সহজ ‘এই’ উপায় জেনে নিন, চমকাবেন আপনিও Gallery November 1, 2024 Bangla Digital Desk আঙুল অনুসারে ব্যক্তিত্ব: হাত পায়ের গড়ন দেখেও মানুষ চেনা যায়। এ কথা আপনি জানতেন? যদি না জানেন, আজকের এই প্রতিবেদন আপনার খুব কাজে লাগবে। আপনার পায়ের আঙুল বলে দেবে আপনি কেমন মানুষ। যাঁরা জানেন তাঁরা কিন্তু আপনার পা দেখেই বুঝে যাচ্ছেন, আপনিও মিলিয়ে নিন। জ্যোতিষশাস্ত্র এমন অনেক বিষয় সম্পর্কে তথ্য দেয়, যা আমরা খেয়ালও করি না সাধারণত। উদাহরণস্বরূপ, আপনার পায়ের বা হাতের আঙুলের কথাই ধরুন। হাত শুধু নয়, পায়ের সব আঙুলও সমান নয়। আবার, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে প্রকারভেদও ভিন্ন ভিন্ন। আঙুলের বিভিন্ন আকারও ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে। আমরা পায়ের দ্বিতীয় আঙুলের কথা বলছি, যা কখনও কখনও বুড়ো আঙুলের চেয়েও বড় হয়। আপনারও কি এমন? তবে জানুন, এই গড়ন আপনার ব্যক্তিত্বকেই প্রতিফলিত করে। ভোপাল ভিত্তিক জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুড়ো আঙুলের চেয়ে পাশের আঙুল লম্বা হওয়ার অর্থ কী জানেন? মানুষের শরীরের বিভিন্ন অংশ কোনও না কোনও রাশির সঙ্গে জড়িত। একইভাবে, পা মীন রাশির সঙ্গে সম্পর্কিত। কথিত আছে, যে এই রাশির জাতক-জাতিকাদের পায়ের আঙুল বুড়ো আঙুলের চেয়ে লম্বা হয়। তাঁরা স্বভাবে খুব সংবেদনশীল। আঙুল এবং মীন রাশির মধ্যে সংযোগের কারণে, এই জাতীয় ব্যক্তিদেরও আধ্যাত্মিক প্রবণতা রয়েছে। এঁরা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারেন। সহজেই জীবনের উত্থান-পতনগুলি কাটিয়ে উঠতে সক্ষম হন। তাঁদের একগুঁয়ে স্বভাবও আছে। যাঁদের দ্বিতীয় পায়ের আঙুল বুড়ো আঙুলের চেয়ে লম্বা হয় তাঁরা বেশ জেদি প্রকৃতির হয়। কাজ হাসিল করতে তাঁরা পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারেন। তাঁদের একগুঁয়েমির কারণেই আবার কখনও কখনও সমস্যায় পড়েন। তবে যতই সমস্যা আসুক, ঠিক কেটে বেরিয়ে গিয়ে আবার আলো দেখতে জানেন এই মানুষরা। যাঁদের পায়ের আঙুল এমন, অর্থাৎ মাঝের আঙুল বেশি লম্বা, তাঁদের মধ্যে এই স্বভাব বৈশিষ্ট্য দেখতে পাবেন। শুনলে খুশি হবেন, যাঁদের পায়ের মাঝের আঙুল লম্বা হয় তাঁরা খুবই সৃজনশীল। এই ধরনের মানুষ লেখালিখি, চিত্রকলা বা সঙ্গীতের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করেন। এই ধরনের মানুষ কল্পনাপ্রবণও হন। Disclaimer: News 18 Bangla does not oblige or request to accept the above Make decisions with your own judgment and practical application.