কেন্দ্রীয় মৌসম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন গরমের প্রভাব তেমন না কমলেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

রাত পোহালেই চরম দুর্যোগ? আবহাওয়ার আপডেট চমকে দেবে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গরমে পুড়ছে৷ বুধবার রাতে অল্পস্বল্প বৃষ্টি হলেও ধীরে ধীরে আবারও গ্রাস করেছে এক চরম অস্বস্তিকর আবহাওয়া৷ সারাদিন প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়৷ বুধবার রাতে শেষ কয়েকবার রাজ্যের কয়েকটি অংশে সামান্য বৃষ্টি হয়েছে৷ বৃষ্টিতে তেমন তেজ না থাকলেও দেখা গিয়েছে, সাময়িক ভাবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছু কমেছে৷ কিন্তু তার পর ফের সকাল থেকে তীব্র গরম শুরু হয়েছে৷ আর সেই ধারাই চলছে৷ প্রবল আর্দ্রতার কারণে সাধারণ মানুষের জীবন আরও কষ্টকর হয়েছে৷ কেন্দ্রীয় মৌসম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিন গরমের প্রভাব তেমন না কমলেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷