হাথরাসের ঘটনায় শোকপ্রকাশ মমতা, মোদি, রাহুলের।

Hathras Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ মোদি, মমতা, রাহুলের

হাথরস: উত্তর প্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা তবে রয়েছে বেশ কিছু শিশুও। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী মোদি, সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধিও।

মমতা বন্দ্যোপাধ্যায় হাথরসের ঘটনায় দুঃখপ্রকাশ করেন। এত মানুষের মৃত্যুর ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডলে লেখেন, “নিহতদের পরিবারকে আন্তরিক ভাবে সমাবেদনা জানাচ্ছি”।

আরও পড়ুন: অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত একাধিক পশু, বাঁচতে আপ্রাণ চেষ্টা অবলাদের

হাথরথের এই মর্মান্তিক ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে এই নিয়ে তিনি লেখেন, “উত্তরপ্রদেশের হাথরসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে। ঘটনায় আক্রান্তদের সব রকম ভাবে সাহায্য করছে উত্তরপ্রদেশ সরকার। যারা মারা গিয়েছেন তাঁদের জন্য সমবেদনা রইল, আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করছি”।

এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে রাহুল গান্ধি লেখেন, “উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক। যাঁরা পরিজনকে হারিয়েছেন তাঁদের জন্য আন্তরিক ভাবে সমবেদনা জানাচ্ছি, আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সরকার এবং প্রশাসনকে অনুরোধ ক্ষতিগ্রস্তদের যেন সব রকম ভাবে সাহায্য করেন”। সেই সঙ্গে আরও লেখেন, “ইন্ডিয়া জোটের সকল কর্মীদের অনুরোধ তাঁরা যেন উদ্ধারকাজে সব রকম ভাবে সাহায্য করেন”।

শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, “উত্তরপ্রদেশের হাথরসে মহিলা এবং শিশু-সহ বহু পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। যাঁরা পরিজনকে হারিয়েছেন তাঁদের জন্য আন্তরিক ভাবে সমবেদনা, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনা করি।”