নিহত মহালক্ষ্মী দাস৷

Bengaluru murder update: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে মহিলাকে খুন করে দেহাংশ ফ্রিজে ভরে রাখার ঘটনায় এবার বাংলার যোগ? এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরম৷ তাঁর দাবি, বেঙ্গালুরুর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই অভিযুক্ত পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে৷ তবে ওই অভিযুক্ত ওড়িশার বাসিন্দা বলেই বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর৷

গত শনিবার বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার একটি ফ্ল্যাটের ভিতরে ফ্রিজ থেকে উদ্ধার হয়  ২৯ বছর বয়সি এক যুবতীর টুকরো টুকরো করা দেহাংশ৷ নিহত ওই মহিলার নাম মহালক্ষ্মী দাস৷ বেঙ্গালুরুর পরিবার আদতে নেপালের বাসিন্দা হলেও প্রায় ৩৫ বছর আগে তারা কর্ণাটকে চলে এসে থাকতে শুরু করে৷ মহালক্ষ্মীর জন্মও বেঙ্গালুরুতেই৷  বিবাহিত হলেও স্বামীর সঙ্গে অশান্তির জেরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে  থাকতেন মহালক্ষ্মী৷ একটি মলে কাজ করতেন তিনি৷ প্রাথমিক ভাবে এই ঘটনায় নিহতের লিভ ইন পার্টনারকেই সন্দেহ করছে পুলিশ৷

আরও পড়ুন: কলকাতা জিপিও-র মহিলা বাথরুমে লুকিয়ে সহকর্মীর ভিডিও, হাতেনাতে ধৃত অস্থায়ী কর্মী!

কতদিন আগে মহালক্ষ্মীকে খুন করে ফ্রিজে দেহাংশ রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়৷ কারণ ওই যুবতীর দেহাংশে পচন ধরে গিয়েছিল৷ ফ্রিজের ভিতর থেকে মহালক্ষ্মীর দেহের ৫৯টি টুকরো উদ্ধার করে পুলিশ৷ দু দিন ধরে পচা গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা বিষয়টি ফ্ল্যাটের মালিককে জানান৷ শনিবার মহালক্ষ্মীর মা এবং বোনকে নিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন ফ্ল্যাট মালিক৷ তখনই ফ্রিজের ভিতর থেকে ওই যুবতীর দেহাংশ উদ্ধার হয়৷

সোমবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তদন্ত চলছে, ফলে এখনই আমি বেশি কিছু বলতে পারব না৷ তবে মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে৷ মনে করা হচ্ছে অভিযুক্ত পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছে৷’

পুলিশ জানতে পেরেছে, মহালক্ষ্মী এবং তাঁর স্বামী হেমন্ত দাসের মধ্যে অনেক দিন ধরেই গন্ডগোল চলছিল৷ গত ফেব্রুয়ারি মাসে হেমন্তের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন মহালক্ষ্মী৷ পাল্টা হেমন্ত অভিযোগ করেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ দু পক্ষের পরিবারের সদস্যরা মিলে দু জনের মিটমাট করে দেওয়ার চেষ্টাও করেছিলেন৷ মহালক্ষ্মী খুন হওয়ার পর তাঁর স্বামী হেমন্ত পুলিশকে সন্দেহভাজন এক যুবকের কথা জানিয়েছেন৷