আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, ঠিক সেই সময়ে হঠাৎ কেউ হাঁচি দিল। রাগ তো হবেই, অনেকের আবার ভয়ও ধরে মনে। সংশয় তৈরি হয়, যে কাজের জন্য যাচ্ছেন, তা সফল হবে তো? আপনি কি জানেন যে, কখনও কখনও হাঁচি অশুভ হতে পারে? কখনও আবার এর কোনও মানেই নেই।

Pollen Allergy Symptoms: হাঁচি দিতে দিতে প্রাণ যাওয়ার জোগাড়? সাবধান, এই অ্যালার্জি হলে ভুগতে হবে সারাজীবন

প্রবল গরমের মধ্যে অনেকেই একটানা হাঁচি দিতে থাকেন৷ আপাত দৃষ্টিতে বিষয়টি খুব গুরুতর না হলেও যিনি এই সমস্যার মুখোমুখি হন, তাঁর অবস্থা কাহিল হয়ে যায়৷
প্রবল গরমের মধ্যে অনেকেই একটানা হাঁচি দিতে থাকেন৷ আপাত দৃষ্টিতে বিষয়টি খুব গুরুতর না হলেও যিনি এই সমস্যার মুখোমুখি হন, তাঁর অবস্থা কাহিল হয়ে যায়৷
অনেকেই জানেন না, কিন্তু পর পর এ ভাবে হাঁচি দেওয়া পলেন অ্যালার্জির অন্যতম লক্ষ্মণ৷ এর অন্য বেশ কিছু উপসর্গও রয়েছে৷
অনেকেই জানেন না, কিন্তু পর পর এ ভাবে হাঁচি দেওয়া পলেন অ্যালার্জির অন্যতম লক্ষ্মণ৷ এর অন্য বেশ কিছু উপসর্গও রয়েছে৷
২০২১ সালে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, ভারতে ২০ থেকে ৩০ শতাংশ মানুষ প্রতি বছর এই ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন৷ যার মধ্যে ১৫ শতাংশের হাঁপানির মতো সমস্যাও দেখা দেয়৷
২০২১ সালে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, ভারতে ২০ থেকে ৩০ শতাংশ মানুষ প্রতি বছর এই ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন৷ যার মধ্যে ১৫ শতাংশের হাঁপানির মতো সমস্যাও দেখা দেয়৷
ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই পলেন অ্যালার্জির সমস্যা বেশি করে দেখা দেয়৷ মূলত বাতাসে ভেসে আসা অতি ক্ষুদ্র ধুলি কণা থেকেই এই অ্যালার্জি হতে পারে৷
ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই পলেন অ্যালার্জির সমস্যা বেশি করে দেখা দেয়৷ মূলত বাতাসে ভেসে আসা অতি ক্ষুদ্র ধুলি কণা থেকেই এই অ্যালার্জি হতে পারে৷
পলেন অ্যালার্জি হলে একটানা হাঁচির পাশাপাশি চোখ, কান, নাক, মুখ চুলকানো, নাক দিয়ে জল গড়ানো, নাক বন্ধ হয়ে আসা, চোখ লাল হয়ে চারপাশ ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে৷
পলেন অ্যালার্জি হলে একটানা হাঁচির পাশাপাশি চোখ, কান, নাক, মুখ চুলকানো, নাক দিয়ে জল গড়ানো, নাক বন্ধ হয়ে আসা, চোখ লাল হয়ে চারপাশ ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে৷
দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে দিল্লির বসন্ত কুঞ্জের পালমোলজি এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক জেসি সুরি জানিয়েছেন, যদি পলেন অ্যালার্জি কারণে হওয়া সমস্যা নাকের মধ্যেই সীমিত থাকে তাহলে ন্যাজাল ড্রপেই কাজ হয়৷
দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে দিল্লির বসন্ত কুঞ্জের পালমোলজি এবং স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক জেসি সুরি জানিয়েছেন, যদি পলেন অ্যালার্জি কারণে হওয়া সমস্যা নাকের মধ্যেই সীমিত থাকে তাহলে ন্যাজাল ড্রপেই কাজ হয়৷
কিন্তু যদি দেখা যায় পলেন অ্যালার্জি থেকে হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে, কাসি হচ্ছে, সেক্ষেত্রে ইনহেলারও দিতে হতে পারে আক্রান্তকে৷
কিন্তু যদি দেখা যায় পলেন অ্যালার্জি থেকে হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে, কাসি হচ্ছে, সেক্ষেত্রে ইনহেলারও দিতে হতে পারে আক্রান্তকে৷
এই প্রতিবেদনটি প্রচলিত ধ্যান ধারনা এবং সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত হয়েছে৷ এই ধরনের কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
প্রতীকী ছবি৷

এই প্রতিবেদনটি প্রচলিত ধ্যান ধারনা এবং সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত হয়েছে৷ এই ধরনের কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
প্রতীকী ছবি৷