দেশ Prashant Kishor: ভোট কুশলী হিসেবে রাজনৈতিক দলের থেকে কত টাকা নেন প্রশান্ত কিশোর? ফাঁস করলেন নিজেই Gallery November 2, 2024 Bangla Digital Desk পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত বাজি ধরে তিনি দাবি করেছিলেন, বাংলায় বিজেপির আসন সংখ্যা তিন অঙ্কে পৌঁছবে না৷ যা মিলেও গিয়েছিল৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের রণকৌশল তৈরি করেছেন প্রশান্ত কিশোর৷ যে কারণে গোটা দেশে ভোটগুরু হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি৷ কিন্তু একটি নির্বাচনে কোনও রাজনৈতিক দলের রণকৌশল ঠিক করতে কত টাকা পারিশ্রমিক নেন প্রশান্ত কিশোর? বিহারে উপনির্বাচনের আগে সেই তথ্যই প্রকাশ্যে এনেছেন জন সুরজ পার্টির নেতা৷ প্রশান্ত কিশোর দাবি করেছেন, কোনও নির্বাচনে যে কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটের রণকৌশল ঠিক করে দেওয়ার জন্য ন্যূনতম ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি৷ প্রশান্ত কিশোর বলেন, ‘আপনাদের অনেকেরই মনে হচ্ছে আমি নিজের দলের প্রচারের এত খরচ কীভাবে জোগাড় করছি? একটি নির্বাচনে রাজনৈতিক দলের রণকৌশল ঠিক করতে অন্তত ১০০ কোটি টাকা অথবা তাঁর বেশি পারশ্রমিক নিই আমি৷’ পিকে বলেন, একটি নির্বাচনে কোনও রাজনৈতিক দলের ভোট কুশলীর দায়িত্ব পালনে করে তিনি যে পারিশ্রমিক পান, তা দিয়েই পরবর্তী দু বছর নিজের দলের যাবতীয় প্রচারের খরচ তুলে নিতে পারেন তিনি৷ আগামী ১৩ নভেম্বর বিহারের চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন৷ চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ গত ২ নভেম্বর নিজের নতুন রাজনৈতিক দল জন সুরজ পার্টির নাম ঘোষণা করেন প্রশান্ত কিশোর৷ পিকে-র দাবি, এই মুহূর্তে দেশের অন্তত দশটি রাজ্যে তাঁর তৈরি করে রণকৌশলে নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে৷