কলকাতার পাশেই দিল্লির জুনিয়র ডাক্তাররাও! ‘দেহ দাহ করার এত তাড়া কেন ছিল?’ প্রশ্ন তুলল রাজধানী! ফের ৫ দফা দাবি পেশ

Junior Doctor’s Press Conference: ‘দেহ দাহ করার এত তাড়া কেন ছিল?’ দিল্লিতেও উঠল আওয়াজ, সমাধান হলেই কাজে যোগ

নয়াদিল্লি: রাজ‍্যের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন দিল্লির জুনিয়র ডাক্তাররা। এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক দাবি জানান হয় ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অল ন্যাশনাল আরডিএ-র পিসি-এর পক্ষ থেকে। ড: বিপ্রেশ চক্রবর্তী-সহ অন‍্যান‍্য চিকিত্‍সকরা এদিন তদন্ত প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তোলেন। জুনিয়র ডাক্তারদের দাবি, প্রাথমিক অবস্থা থেকেই শুরু হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের। বৈঠকের তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পাঁচ দফা দাবি আবারও পেশ করছেন জুনিয়র ডাক্তাররা

এদিনেরা সাংবাদিক বৈঠকে একাধিক দাবি জানান হয় দিল্লির জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। ড: বিপ্রেশ চক্রবর্তী-সহ অন‍্যান‍্য চিকিত্‍সকরা এদিন তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। জুনিয়র ডাক্তারদের দাবি, প্রাথমিক অবস্থা থেকেই শুরু হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের। বৈঠকের তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: ‘গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট’, ‘সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা’! টালা থানার ওসির বিরুদ্ধে আরও কী কী চাঞ্চল‍্যকর অভিযোগ সিবিআইয়ের?

রাজ্যের জুনিয়র ডাক্তাররা ৩৭ দিন ধরে অপেক্ষা করে আছেন অভিযুক্তের সাজা পাওয়ার। কিন্তু এখনও তদন্তের গতিপ্রকৃতি জানা যায়নি এখনও। সিবিআই এখনও কিছু জানায়নি স্বচ্ছভাবে।রেসিডেন্ট ডাক্তারদের শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ তখনই মিলবে যখন রাজনৈতিক প্রশ্রয়ে থাকাদের সঙ্গে নেক্সাস ভাঙবে। দিল্লিতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে জানা গেল।

দিল্লির সাংবাদিক সম্মেনলনে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন,

‘‘কেন আত্মহত্যা হিসেবে পরিবারকে জানানো হল?
কেন ক্রাইম সিন প্রোটেক্ট করা হল না?
কেন চালান ছাড়াই পিএম হল?
দেহ দাহ করার এত তাড়া কেন ছিল?
কেন পুরো সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হল না?’’

পাঁচ দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা জানান

* নির্যাতিতার বিচার চাই। সিবিআই এবং সর্বোচ্চ আদালতের কাছে অবিলম্বে বিচার দানের অনুরোধ
* ⁠স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ
* ⁠সিপিকে সরানো হোক। ডিসি নর্থের বিরুদ্ধে ডিপি। ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ
* ⁠হাসপাতালে মহিলা এবং পুরুষ চিকিৎসকদের আলাদা টয়লেট। প্রতি ডিউটি রুমে প্যানিক বাটন। যথাযথ নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি ইন্টল। রেফারেল পদ্ধতিকে স্ট্রিমলাইন করতে হবে। বেডের লাইভ আপডেট করতে হবে রাজ্যজুড়ে। সাইকোলজিস্ট নিয়োগ করতে হবে রোগী পরিজনদের কাউন্সেলিংয়ে। পশ ২০১৩ অনুযায়ী, ইন্টারনাল কমপিলেইন্স কমিটি তৈরি করতে হবে।
* ⁠থ্রেট কালচার বন্ধ করতে হবে

প্রসঙ্গত, সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠনের আজ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবি জানাল।
তাঁদের প্রশ্ন, কী লুকোতে চায় সরকার? অস্বস্তিকর প্রশ্নের সম্মুখিন হতে হবে তাই কি লাইভ স্ট্রিমিং করায় না?
লাইভ স্ট্রিমিং না হলে দুই তরফেই ভিডিয়োগ্রাফি করতে দেওয়া উচিত বলে মত তাঁদের।

আরও পড়ুন: কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক? এই মিটিংয়েই সমাধান? নিউজ ১৮ বাংলা-কে জানালেন মমতা

দিল্লিতে চিকিৎসকদের ৪টি সংগঠন সাংবাদিক সম্মেলনে ৭ দফার দাবি জানায় এদিন।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে –

# নিরপেক্ষ তদন্ত।
# স্বাস্থ্য সচিব-সহ স্বাস্থ্যদফতরের শীর্ষ পদাধিকারীদের অপসারণ।
# পুলিশ কমিশনার, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থের অবিলম্বে অপসারণ।
# জুনিয়র ডাক্তার ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা।
# রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া।
# তদন্ত কোন পথে, জানাতে হবে।

সুবর্ণ গোস্বামী, কৌশিক চাকি, অদীশ বসু, সিদ্ধার্থ দাগা, রাজীব পান্ডে, তুহিন দত্তের মতো চিকিত্‍সকরা জানিয়েছেন এইসব দাবি। তাঁরা জানান, ‘‘আগামীকাল শুনানি। আমরা তাকিয়ে রয়েছি। গণতান্ত্রিক উপায়ে, অহিংস আন্দোলন চালিয়ে যেতে চাই।’’