পুরীর প্রভু জগন্নাথের মঙ্গলারতির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, ভক্তরা পেল ভগবানের দর্শন

কলকাতা:  করোনা আবহে প্রায় ৬ মাস কেটে গেল৷ সাধারণ জীবনযাপন এখন মানুষ ‘নিউ নর্ম্যাল’-র সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ করোনা আবহে বিভিন্ন ক্ষেত্রেই বদলে গেছে নিয়ম৷ বিভিন্ন ধর্মীয় স্থান এখন সঠিকভাবে ভক্তদের জন্য উন্মুক্ত হয়নি৷ যেখানে খুলেছে সেখানেও একাধিক নিয়মবিধি মেনে ভক্তরা ভগবানের দর্শনের পুণ্য অর্জন করতে পারছেন৷ বাঙালির অন্যতম পছন্দের দেবস্থান পুরীর জগন্নাথ মন্দির৷ কিন্তু করোনা আবহে বাঙালি এখন আর সেভাবে পুরীতেও যেতে পারছে না৷

প্রভু জগন্নাথকে দর্শন না করতে পারার প্রতিট মুহূর্ত বাঙালি অসম্ভব ভাবে মিস করছে৷ একে কঠিন পরিস্থিতি -এর সঙ্গে লড়তে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আশিষ তো নিঃসন্দেহেই প্রয়োজন মনে করছেন হিন্দু ভক্তরা৷ আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের শেষ মুহূর্তের নির্দেশেক প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছিল৷ কিন্তু সে সময়েও কোনও ভক্তকে হাজির থাকতে দেওয়া হয়নি৷ তবুও মানুষ টেলিভিশনের পর্দায় প্রভুর রূপ দেখেছিলেন৷ দূর থেকেই ভক্তিভরে প্রণাম করে আশিষ চেয়েছিলেন যুদ্ধে লড়াই করার৷

ফের একবার এইভাবে দূর থেকেই ভগবানের দর্শন হল৷ সৌজন্যে টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তিনি নিজে ভক্ত, পাশাপাশি বাঙালি জগন্নাথ ভক্তদের মনের অবস্থাও বোঝেন, তাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রভুর মঙ্গলারতি, আরতির ছবি বেশ কয়েকদিন ধরেই পোস্ট করছেন বুম্বা দা৷ শিবাজি পাঁজার প্রোফাইল  নিয়মিত আপলোড হচ্ছে প্রভু জগন্নাথের আরতি ও মঙ্গলারতির ভিডিও৷  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যেহেতু ফ্যানের সংখ্যা ১২ লক্ষেরও বেশি, তাই যাতে প্রচুর মানুষ প্রভুর আরতির মঙ্গলময় মুহূর্তের সাক্ষী হচ্ছেন আর ভিডিও হচ্ছে ভাইরাল৷

দেখে নিন প্রভু জগন্নাথের আরতির একের পর এক ভিডিও৷

করোনা অতিমারি কবে কাটবে, কবে আবার সব আগের মতো হবে তার দিশা নেই৷ বিজ্ঞানী ও চিকিৎসকরা নিয়মিত দুর্নিবার লড়াই চালিয়ে যাচ্ছেন মারণ রোগের ভ্যাকসিন, ওষুধ ,আবিষ্কারের জন্য৷ কিন্তু এই অবস্থায় প্রভুর আশীর্বাদও প্রয়োজন৷ তাঁর আশিষে মানব সভ্যতা একাধিক ঝড় ঝঞ্ঝা পার করেছে, এবারও সেরকমই অগ্নিপরীক্ষা৷ আর সেই লড়াইতে তাই প্রভু জগন্নাথের আশিষেই ভরসা ভক্তদের৷