PNB Customer Alert: ১ এপ্রিল থেকে বদলাতে চলেছে ব্যাঙ্কের এই নিয়মগুলি

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৩১ মার্চের আগে এই কাজটি না করলে টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের ৷ ১ এপ্রিল থেকে ব্যাঙ্কে বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে যার জেরে পুরনো IFSC ও MICR আর কাজ করবে না ৷ ব্যাঙ্ককে ৩১ মার্চ পর্যন্ত এগুলি বদল করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ৩১ মার্চের পর থেকে এই কোড কাজ করবে না ৷ টাকা ট্রান্সফার করার হলে ব্যাঙ্ক থেকে নতুন কোড নিতে হবে ৷ নতুন কোড না নিলে ১ এপ্রিল থেকে অনলাইন লেনদেন করতে পারবেন না গ্রাহকরা ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে ৷

পিএনবিতে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মার্জ করা হয়েছে ৷ ১ এপ্রিল ২০২০ থেকে মার্জার করা হয়েছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক এখন পিএনবির গ্রাহক হয়ে গিয়েছে ৷ এই মার্জারের পিএনবি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হয়ে গিয়েছে ৷ মার্জারের পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নতুন চেকবুক, IFSC ও MICR কোড নিতে হবে ৷ সংযুক্তিকরণের পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত শাখা এখন পিএনবি-র শাখা হিসেবে কাজ করবে ৷ বর্তমানে ব্যাঙ্কের প্রায় ১১,০০০ শাখা এবং ১৩,০০০ এর বেশি এটিএম রয়েছে ৷

ট্যুইটে ব্যাঙ্কের তরফে একটি টোল ফ্রি নম্বর শেয়ার করা হয়েছে ৷ এখানে ফোন করে গ্রাহকরা সমস্ত বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও রকমের তথ্য জানার জন্য 18001802222/18001032222 টোল ফ্রি নম্বরে কল করতে পারবেন গ্রাহকরা ৷