India vs England Pink ball Test: ৪০০ ক্লাবে ঢুকতে অশ্বিনের প্রয়োজন ৬ উইকেট

#আহমেদাবাদ: অস্ট্রেলিয়া পর ভারতের মাটিতেও আর অশ্বিনের (R Ashwin) পারফরম্যান্স কথা বলছে৷ চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে দক্ষিণী ক্রিকেটার রয়েছেন দুরন্ত ফর্মে৷ ব্যাটে-বলে কামাল করছেন ভারতীয় দলের অলরাউন্ডার৷

আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হবে ভারত-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট (India vs England Pink ball Test)৷ অশ্বিনের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে ৪০০ টেস্ট ক্লাবের সদস্যপদ নেওয়ার৷ আর মাত্র ৬ উইকেট নিলেই চেন্নাইয়ের বোলারের ঝুলিতে চলে আসবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০ নম্বর উইকেট৷

৭৬ টি টেস্ট ম্যাচে ২৫.২-এর গড়ে ও ৫৩.৪-এর স্ট্রাইক রেটে অশ্বিনের ঝুলিতে এসেছে ৩৯৪টি টেস্ট উইকেট৷ যে ফর্মে তিনি এই সিরিজে আছেন, তাতে করে মোতেরার স্পিন সহায়ক পিচে ৬টি উইকেট তুলে নিতে খুব একটা মাথার ঘাম পায়ে ফেলতে হবে না অশ্বিনকে৷

চ্যাম্পিয়ন অফস্পিনার যদি মোতেরায় এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন৷ তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুথাইয়া মুরলীথরনের (Muttiah Muralitharan) পর দ্বিতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়বেন অশ্বিন৷ মুরলী ৪০০ উইকেট তুলে নিয়েছিলেন ৭২টি টেস্টে৷

অশ্বিনের উইকেট তুলে নেওয়ার দক্ষতার সঙ্গেই আলোচনায় আসবে তাঁর চমকে দেওয়া স্ট্রাইক রেট (৫৩.৪)৷ কিংবদন্তি মুরলীর (৫৫) থেকেও ভাল, শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের স্পিনারদের মধ্যে শ্রেষ্ঠ৷ গত টেস্টে অশ্বিন ঝকঝকে শতরানই হাঁকাননি শুধু, দুই ইনিংস মিলে তুলে নেন ৮ উইকেটও৷ যার সুবাদে হয়ে যান ম্যাচের সেরা ক্রিকেটারও৷