সাসপেন্ড অভীক দে, কলেজের কোনও অনুষ্ঠানে আসতে পারবেন না… নিষেধাজ্ঞা সেমিনারেও

কলকাতা: ড. অভীক দেকে এসএসকেএম হাসপাতালে সাসপেন্ড করা হল। পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিশিপ থেকে সাসপেনশন করা হয়েছে, পাশাপাশি কলেজে এবং হোস্টেলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।কলেজের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারবেন না। সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরজি কর কাণ্ডে বিতর্কের জেরে এবার দুই চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ দুজনকেই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে৷ এ দিনই স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই সামনে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম৷ তাঁদের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল৷ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর আরজি কর হাসপাতালের অন্দরে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়া সহ একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ সেই সূত্রেই উঠে আসে বিরূপাক্ষ এবং অভীকের নাম৷