CBI on RG Kar case: তদন্তভার হাতে নিয়েই তৎপর সিবিআই! একের পর এক মিটিং, রাতের মধ্যেই বড় পদক্ষেপ?

কলকাতা: মঙ্গলবারই আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করার রায় দিয়েছে কলকাতা সুপ্রিম কোর্ট৷ আদালতের মধ্যেই আরজি করের জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

পাশাপাশি, তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি বুধবার সকাল ১০টার মধ্যে সিবিআই-কে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সঙ্গে আরও জানানো হয়েছিল, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নথি সিবিআই চাইলে দিতে হবে পুলিশকে।

আরও পড়ুন: সাময়িক হলেও স্বস্তি অভিষেক-রুজিরার! দিল্লিতে যাওয়া নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তার পরেই মঙ্গলবার বিকেলে টালা থানায় এসেছিলেন সিবিআইয়ের দুজন অফিসার। সূত্রের দাবি, এফআইআর-এর সার্টিফায়েড কপি নিয়ে গেছেন তাঁরা এবং প্রাথমিক ভাবে কথাও বলেছেন৷

সূত্রের খবর, আর জি কর মামলার এফআইআর-এর সেই সার্টিফায়েড কপি টালা থানা থেকে সংগ্রহ করে দিল্লির সদর দফতরে পাঠাচ্ছে সিবিআই৷ শুধু তাই নয়, দিল্লির সিনিয়র অফিসার, লিগ্যাল সেল ও কলকাতার সিনিয়র অফিসারদের মধ্যে মঙ্গলবারই আর জি কর মামলা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

মামলার তদন্ত কারা করবে? অর্থাৎ, সিবিআইয়ের কোন ইউনিট ব্যবহার করা হবে, সে বিষয়েও এদিন সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর৷ মূলত, এই ধরনের মামলায় স্পেশাল ক্রাইম ব্র্যাঞ্চকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে মামলার গুরুত্ব বুঝে কোন ইউনিটের হাতে তদন্ত ভার দেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে আজই৷ সূত্রের দাবি, রাতেই এই মামলায় এফআইআর দায়ের করতে পারে সিবিআই৷