R G Kar Case Update: পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হল সঞ্জয় রাই, প্রেসিডেন্সি জেলে কড়া নিরাপত্তায় আরজি করের মূল অভিযুক্ত

কলকাতা: জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হল সঞ্জয় রাই। প্রেসিডেন্সি জেলে কড়া নিরাপত্তায় আপাতত রাখা হল সঞ্জয়কে। পয়লা ২২ ওয়ার্ডের ২১ নম্বর সেলে রয়েছে অভিযুক্ত।

সেলে নিয়ে আসার আগেই তার জেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জেলের মেডিক্যাল টিম দ্বিতীয় দফায় পয়লা বাইশ ওয়ার্ডে তাকে ফের স্বাস্থ্য পরীক্ষা করে। এই সেলে ছিল হাবিব নামে এক খুনের আসামী। তাকে অন্যত্র সরানো হয়েছে। কড়া নিরাপত্তায় সিসিটিভির নজরে রাখা হয়েছে সঞ্জয়কে। সিসিটিভি মনিটরিংয়ে রাখার চেষ্টা চলছে। বিশেষ দুই কারারক্ষী তার নজর রাখবেন।

পলিগ্রাফ টেস্টের ডন্য সম্মতি দিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই৷ আরজি কর কাণ্ডে চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছিল সিবিআই৷ সেই অনুমতি আদালত দিলেও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সঞ্জয় রাইকে সম্মতি দিতে হত৷

অন্যদিকে আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ জমানার আর্থিক দুর্নীতি তদন্তও এবার সিবিআই-কে দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। রাজ্য সরকার গঠিত সিট সমস্ত নথি তুলে দেবে সিবিআই-কে। সামনে এসেছে এমনই তথ্য। আখতার আলির করা মামলায় সিবিআই তদন্ত নিয়ে এই নির্দেশ দিলেন বিচারপতি। হাইকোর্ট জানিয়েছে, ৩ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিবিআই। শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি হস্তান্তর করে দেবে সিট।