আজই জিবি বৈঠক চিকিত্‍সকদের! আন্দোলন নিয়ে নেওয়া হবে বড় সিদ্ধান্ত, কারা উপস্থিত থাকবেন?

R G Kar Murder: আজই জিবি বৈঠক চিকিত্‍সকদের! আন্দোলন নিয়ে নেওয়া হবে বড় সিদ্ধান্ত, কারা উপস্থিত থাকবেন?

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার জিবি বা ‘জেনারেল বডি’র মিটিং শুরু হবে। কলকাতা মেডিক‍্যাল কলেজে শুরু হবে জিবি। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত চিকিত্‍সক পড়ুয়াদের জিবি বৈঠক হবে কলকাতা মেডিক‍্যাল কলেজে।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম-সহ আরও বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত থাকবেন এই জিবিতে। এখান থেকে বৃহত্তর সিদ্ধান্ত নেওয়া হবে। জিবি শেষে প্রেস ব্রিফ করে জানানো হবে। ছবি যাবে জিবিতে ডাক্তার ইউজি, পিজি ট্রেনিদের। আর জি করের কিছু জুনিয়র ডাক্তার এবং পিজি ট্রেনিদের আসার কথা এই বৈঠকে।

আরও পড়ুন: টকটকে লাল নয়, ঘন নীল! বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? এক লিটারের দামই ১০ লাখ!

জানা গিয়েছে রবিবার বিকেল ৪:৩০ নাগাদ এই জিবি বৈঠক শুরু হবে। সন্ধ‍্যা ৬ টা নাগাদ করা হবে সাংবাদিক বৈঠক। ছবি যাবে জিবিতে ডাক্তার ইউজি, পিজি ট্রেনিদের। আর জি করের কিছু জুনিয়র ডাক্তারের, পিজি ট্রেনিদেরও আসার কথা। প্রসঙ্গত গতকাল অর্থাত্‍ শনিবারই জিবি বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: পাশবিক অত‍্যাচার, ধর্ষণ, ক্ষত-বিক্ষত তরুণীর দেহ, খুন, আর জি কর উস্কে দিচ্ছে কামদুনির স্মৃতি! পৌঁছে গেলেন মৌসুমি, টুম্পা

প্রসঙ্গত, গত শুক্রবার আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় চিকিত্‍সক পড়ুয়ার ক্ষত বিক্ষত দেহ। আর জি করের ডাক্তারি পড়ুয়াকে পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ছিল ক্ষত এবং আঘাতের চিহ্ন। গোপনাঙ্গ, দু’চোখ-সহ একাধিক জায়গা থেকে রক্তপাতের প্রমাণও মিলেছে। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামে এক ব‍্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, অপরাধের কথা ইতিমধ‍্যেই স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কলকাতার পুলিশ কমিশনার।