Junior Doctor’s Protest: সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক ডাক্তারদের… দুপুরে বৈঠক করবেন মুখ্যসচিব

কলকাতা: সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে সোমবার ১২ ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছেন তাঁরা ।

অন্যদিকে সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যসচিব মনোজ পন্থ। বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। কারা বৈঠকে থাকবেন, তাঁদের নাম ইমেল করে জানাতে হবে।

আরও পড়ুন: পুজোয় থিকথিকে ভিড়, একাদশীর সকালে দিঘার সমুদ্রে ভয়ঙ্কর কাণ্ড! আঁতকে উঠলেন পর্যটকরা

পাশাপাশি, সরকারি হাসপাতালের পরে এবার একাধিক বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মেডিকায় নন ইমারজেন্সি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। একই সঙ্গে ফর্টিস, কোঠারি, উডল্যান্ড-সহ ৩০টিরও বেশি বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতির ঘোষণা করেছেন চিকিৎসকরা।