স্পষ্ট করে জানিয়ে দিল আইএমডি, আগামী কয়েকদিনেও শেষ হচ্ছে না ভোগান্তি

দক্ষিণবঙ্গের জেলাগুলি সোমবার সারাদিনই অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে৷ কোথাও, কোথাও বাঁধের জল ভেঙে তা ঢুকে পড়েছে জনবসতিতে৷ সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে৷ তার মধ্যে ফের, নতুন করে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ঘূর্ণিঝড় রেমালের দাপটে সেখানে বৃষ্টি হবে৷ সঙ্গে থাকতে পারে হাওয়ার দাপটও৷