Raj Kapoor Karisma Kapoor: তেজি পুরুষ, নাতনি করিশ্মার মুখ দেখতেও বৌমা ববিতাকে যা শর্ত দেন রাজ কাপুর, পরিবারের গোপন খবর সামনে আসতে শোরগোল

রাজ কাপুর মানে বলিউডের অন্যতম দাপুটে এবং প্রভাবশালী অভিনেতা৷ তাঁর প্রভাব শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, চলত তাঁর বাড়িতেও৷ তাঁর কথা বাড়ির সব সদস্যরা মাথা পেতে নিতেন৷ স্ত্রী থেকে সন্তান এমনকি বৌমা ও নাতি-নাতনিরাও তাঁর কথার অন্যথা করতেন না৷
রাজ কাপুর মানে বলিউডের অন্যতম দাপুটে এবং প্রভাবশালী অভিনেতা৷ তাঁর প্রভাব শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, চলত তাঁর বাড়িতেও৷ তাঁর কথা বাড়ির সব সদস্যরা মাথা পেতে নিতেন৷ স্ত্রী থেকে সন্তান এমনকি বৌমা ও নাতি-নাতনিরাও তাঁর কথার অন্যথা করতেন না৷
কাপুর বাড়ির গোপন কথা বাইরে এল এবার৷ নাতনিদের জন্য কতটা কঠিন শর্ত দিতেন রাজ, সেকথা উঠে এল বাড়ির মেয়ে ও বৌমাদের বক্তব্যে৷
কাপুর বাড়ির গোপন কথা বাইরে এল এবার৷ নাতনিদের জন্য কতটা কঠিন শর্ত দিতেন রাজ, সেকথা উঠে এল বাড়ির মেয়ে ও বৌমাদের বক্তব্যে৷
১৯৭১-এ রনধির ও ববিতার বিয়ে হয়৷ ববিতার বাবা ছিলেন রাজ কাপুরের বন্ধু৷ তাঁরা একসঙ্গে টেনিস খেলতেন৷ ফলে ববিতার সঙ্গে রাজ কাপুরের পূর্বপরিচিতি ছিল এবং তিনি রাজ কাপুরের কাছে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ তাঁকে ভীষণ ভাবে উৎসাহ দিতেন রাজ৷ পরিবর্তিতে কাপুর পরিবারের বৌমা হন ববিতা৷
১৯৭১-এ রনধির ও ববিতার বিয়ে হয়৷ ববিতার বাবা ছিলেন রাজ কাপুরের বন্ধু৷ তাঁরা একসঙ্গে টেনিস খেলতেন৷ ফলে ববিতার সঙ্গে রাজ কাপুরের পূর্বপরিচিতি ছিল এবং তিনি রাজ কাপুরের কাছে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ তাঁকে ভীষণ ভাবে উৎসাহ দিতেন রাজ৷ পরিবর্তিতে কাপুর পরিবারের বৌমা হন ববিতা৷
বিয়ের ৩ বছর পর তাঁদের প্রথম সন্তান করিশ্মার জন্ম হয়৷ তবে সেই নাতনির মুখ দেখতে বৌমার কাছে বিরাট বড় শর্ত দেন রাজ কাপুর৷
বিয়ের ৩ বছর পর তাঁদের প্রথম সন্তান করিশ্মার জন্ম হয়৷ তবে সেই নাতনির মুখ দেখতে বৌমার কাছে বিরাট বড় শর্ত দেন রাজ কাপুর৷
তাঁর বাড়ির মেয়েরা ফিল্মে অভিনয় করুক, সেটা চাইতেন না রাজ৷ ফলে তাঁর কোনও মেয়ে এবং বৌমারা ছবিতে কাজ করেননি৷ কিন্তু নাতনিরা ব্যতিক্রম৷ করিশ্মা এবং করিনা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী৷
তাঁর বাড়ির মেয়েরা ফিল্মে অভিনয় করুক, সেটা চাইতেন না রাজ৷ ফলে তাঁর কোনও মেয়ে এবং বৌমারা ছবিতে কাজ করেননি৷ কিন্তু নাতনিরা ব্যতিক্রম৷ করিশ্মা এবং করিনা বলিউডের খ্যাতনামা অভিনেত্রী৷
করিশ্মাই বাড়ির বড় মেয়ে যিনি অভিনয় জগতে পা রাখেন৷ তাঁর ডাক নাম লোলো৷ দাদুর কাছে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন করিনা৷ তাঁকে খুব খাঁটি পরামর্শ দেন রাজ৷
করিশ্মাই বাড়ির বড় মেয়ে যিনি অভিনয় জগতে পা রাখেন৷ তাঁর ডাক নাম লোলো৷ দাদুর কাছে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন করিনা৷ তাঁকে খুব খাঁটি পরামর্শ দেন রাজ৷
তিনি বলেন যে সাফল্য কোনও মসৃণ রাস্তায় হেঁটে আসে না৷ এর জন্য প্রয়োজন অধ্যাবসায়, কঠোর পরিশ্রম৷ ঠাকুরদার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন করিশ্মা এবং তাঁর জীবনে সাফল্য এসেছে৷
তিনি বলেন যে সাফল্য কোনও মসৃণ রাস্তায় হেঁটে আসে না৷ এর জন্য প্রয়োজন অধ্যাবসায়, কঠোর পরিশ্রম৷ ঠাকুরদার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন করিশ্মা এবং তাঁর জীবনে সাফল্য এসেছে৷
তবে তাঁর মুখ দেখতে রাজ ববিতাকে বলেছিলেন যে কথা, তা প্রকাশ পেল বহু বছর পর৷ তিনি জানান যে নাতনির মণির রং নীল হলেও তিনি হাসপাতালে গিয়ে তার মুখ দেখবেন!
তবে তাঁর মুখ দেখতে রাজ ববিতাকে বলেছিলেন যে কথা, তা প্রকাশ পেল বহু বছর পর৷ তিনি জানান যে নাতনির মণির রং নীল হলেও তিনি হাসপাতালে গিয়ে তার মুখ দেখবেন!
ববিতা জানান যে যেহেতু করিশ্মার মণির রং গাঢ় নীল হয় তাই রাজ কাপুর খুশি মনে হাসপাতালে করিশ্মাকে দেখতে আসেন৷
ববিতা জানান যে যেহেতু করিশ্মার মণির রং গাঢ় নীল হয় তাই রাজ কাপুর খুশি মনে হাসপাতালে করিশ্মাকে দেখতে আসেন৷