Rakhi Utsab RG Kar: ‘অভয়ার ভাই…’, আরজি কর কাণ্ডে দেশ জুড়ে সোমবার ‘অন্য’ রাখি বন্ধনের ডাক চিকিৎসকদের

কলকাতা: অভয়া বিচার চায়। এবার দেশ জুড়ে প্রতীকী রাখি উৎসবের ডাক চিকিৎসকদের। আর জি কর থেকে শুরু করে গোটা দেশে ছড়িয়ে থাকা ‘অভয়ার’ ভাইরা যোগ দেবেন এই রাখিবন্ধন উৎসবে। এমনটাই পরিকল্পনা চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর।

দেশজুড়েআগামিকাল এই বিশেষ উৎসব আয়োজন করা হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে রবিবার ড অনিকেত মাহাত, ড কিঞ্জল নন্দ বলেন, “আগামিকাল, সোমবার রাখিবন্ধনের কর্মসূচি শেষ করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের ডাকে সিনিয়র ডাক্তাররা বেলা দুটোর সময় মেডিক্যাল কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে জমায়েত হবেন। সেখান থেকে আমরা মিছিল করে লালবাজার যাব ড সুবর্ণ গোস্বামী ও ড কুণাল সরকারের জন্যে। আমাদের সঙ্গে আইনজীবীরা থাকবেন। যেখানে পুলিশ আটকাবে, সেখান থেকে আবার শুরুর জায়গায় ফিরে আসব। দুই চিকিৎসক লালবাজার থেকে ফেরা পর্যন্ত আমরা অপেক্ষা করব।”

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ…! সোমবার থেকেই আবহাওয়ার বিরাট অশনি বাংলা জুড়ে! আগামী ২৪ ঘণ্টা কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশেষ কালো রিবন পরে উৎসবের চিরায়ত প্রত্যয়, প্রতীজ্ঞা নিয়ে আন্দোলন করা হবে। দেশ জুড়ে পালিত হবে কালো রিবন পরে রাখি উৎসব। ‘প্রমিস টু বি কেপ্ট সিস্টারস’ অর্থাৎ ‘প্রতিশ্রুতি রাখব’ এই শীর্ষকে সোমবার দুপুর ১:৩০-র পর থেকে ‘রাখি উৎসব, অভয়ার ভাই’ শুরু হতে চলেছে আর জি কর চত্বরে।

আরও পড়ুন: বিছানায় শোওয়ার সময় ‘ভুল’ কাজগুলি করছেন না তো? খবরদার.., বারোটা বাজবে! জানুন বিশেষজ্ঞের মত

একইসঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের তাঁদের প্রতিবাদে পাশে দাঁড়ানোর জন্য প্রণাম ও কৃতজ্ঞতা জানান চিকিৎসকরা। একইসঙ্গে ডার্বি বাতিল হওয়া নিয়ে নিন্দা প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে এদিন শান্তিপূর্ণ ভাবে বুদ্ধিজীবী ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের আন্দোলনে সহমর্মিতা জানানোকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন।

এদিকে আর জি কর ঘটনার তদন্ত নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে গোয়েন্দাদের। সেই সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। যদিও তার কারণ এখনও স্পষ্ট নয়।