Rat repellent: ইঁদুর হয়েছে? রান্নাঘরে শুধু ছিটিয়ে দিন এই জিনিস, এক রাতেই টের পাবেন ফল

গৃহস্থ বাড়িতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব যেন লেগেই থাকে৷ খাবারের সন্ধানে ইঁদুর প্রায়ই বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে আর রাত হলেই শুরু করে দেয় তাণ্ডব৷ তার উপরে রোগবালাইয়ের কারণ হয় তো বটেই৷
গৃহস্থ বাড়িতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব যেন লেগেই থাকে৷ খাবারের সন্ধানে ইঁদুর প্রায়ই বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে আর রাত হলেই শুরু করে দেয় তাণ্ডব৷ তার উপরে রোগবালাইয়ের কারণ হয় তো বটেই৷
কিন্তু, একবার যদি রান্নাঘরে ইঁদুর ঢুকে পড়ে, তখন সেগুলোকে বের করা দুষ্কর হয়ে ওঠে৷ মুদির জিনিসপত্র তো বটেই, খাবারও নষ্ট করে ইঁদুর৷
কিন্তু, একবার যদি রান্নাঘরে ইঁদুর ঢুকে পড়ে, তখন সেগুলোকে বের করা দুষ্কর হয়ে ওঠে৷ মুদির জিনিসপত্র তো বটেই, খাবারও নষ্ট করে ইঁদুর৷
অনেকেই ইঁদুর তাড়ানোর জন্য রাসায়নিক বিষ বা কল ব্যবহার করে থাকেন৷ কিন্তু, তা অত্যন্ত অমানবিক৷ এমন পরিস্থিতিতে এমন উপায় বের করাই যায়, যাতে ইঁদুর পালিয়েও যাবে অথচ মরবেও না৷
অনেকেই ইঁদুর তাড়ানোর জন্য রাসায়নিক বিষ বা কল ব্যবহার করে থাকেন৷ কিন্তু, তা অত্যন্ত অমানবিক৷ এমন পরিস্থিতিতে এমন উপায় বের করাই যায়, যাতে ইঁদুর পালিয়েও যাবে অথচ মরবেও না৷
এ বিষয়ে হাজারীবাগের প্রাণিবিদ ডাঃ আকাশ সিনহা বলেন, একবার ঘরে ঢুকে পড়লে ঘর থেকে ইঁদুর তাড়ানো খুব কঠিন। তবে ইঁদুর খুবই সংবেদনশীল প্রাণী। বিশেষ করে তাদের নাক খুবই সংবেদনশীল। এরা কোনও তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তীব্র গন্ধ পেলেই পালিয়ে যায়।
এ বিষয়ে হাজারীবাগের প্রাণিবিদ ডাঃ আকাশ সিনহা বলেন, একবার ঘরে ঢুকে পড়লে ঘর থেকে ইঁদুর তাড়ানো খুব কঠিন। তবে ইঁদুর খুবই সংবেদনশীল প্রাণী। বিশেষ করে তাদের নাক খুবই সংবেদনশীল। এরা কোনও তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তীব্র গন্ধ পেলেই পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘর থেকে ইঁদুর তাড়ানোর জন্য ফটকিরি গুঁড়ো করে বা ছোট ছোট টুকরো টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রাখলে ইঁদুর পালিয়ে যায়। এছাড়াও, ফটকিরি জলে গুলে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এছাড়া ইঁদুর তাড়াতে একইভাবে পিপারমিন্ট ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও বলেন, ঘর থেকে ইঁদুর তাড়ানোর জন্য ফটকিরি গুঁড়ো করে বা ছোট ছোট টুকরো টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রাখলে ইঁদুর পালিয়ে যায়। এছাড়াও, ফটকিরি জলে গুলে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এছাড়া ইঁদুর তাড়াতে একইভাবে পিপারমিন্ট ব্যবহার করা যেতে পারে।
তিনি বলেন, আদা রসুনের পেস্টও ঘর থেকে ইঁদুর তাড়াতে কার্যকর। এ জন্য আদা রসুনের পেস্ট, কালো মরিচের সঙ্গে মিশিয়ে জলে গুলে নিতে হবে। তারপর যে সমস্ত জায়গায় ইঁদুরের আনাগোনা সেখানে ছিটিয়ে দিতে হবে সেই জল।
তিনি বলেন, আদা রসুনের পেস্টও ঘর থেকে ইঁদুর তাড়াতে কার্যকর। এ জন্য আদা রসুনের পেস্ট, কালো মরিচের সঙ্গে মিশিয়ে জলে গুলে নিতে হবে। তারপর যে সমস্ত জায়গায় ইঁদুরের আনাগোনা সেখানে ছিটিয়ে দিতে হবে সেই জল।