ভারতে যে সমস্ত বিষাক্ত সাপ পাওয়া যায়, তার মধ্যে এই রাসেল ভাইপার অন্যতম৷ যাকে অনেকেই চন্দ্রবোরা বলে থাকেন৷ বন্যাপ্রণী বিশেষজ্ঞ আশিষ ত্রিপাঠি অন্যতম বিষাক্ত সাপের প্রজাতি৷ এর সারা গায়ে জুড়ে চকোলেট রঙের ছাপ রয়েছে৷ যদিও এই সাপ থেকে অদ্ভুত একটা শিষের আওয়াজ পাওয়া যায়৷ এ খানিক সচেতন বার্তাও বটে৷

Snake Story: অন্যতম বিষাক্ত সাপ, এক ছোবলেই মৃত্যু ঘটতে পারে, জেনে নিন বিষ থেকে বাঁচার মোক্ষম উপায়

বর্ষাকাল মানেই সাপের সমস্যা৷ অনেক সময় ঘরের মধ্যেই এরা ঢুকে যায়৷ খবরের কাগজ খুললেই সাপের কামড়ের মৃত্যুর খবর পাওয়া যায়৷ যদিও সব সাপ কিম্তু বিষাক্ত নয়৷ আবার কিছু সাপের বিষ এতই বেশি যে ঠিক সময় চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
বর্ষাকাল মানেই সাপের সমস্যা৷ অনেক সময় ঘরের মধ্যেই এরা ঢুকে যায়৷ খবরের কাগজ খুললেই সাপের কামড়ের মৃত্যুর খবর পাওয়া যায়৷ যদিও সব সাপ কিম্তু বিষাক্ত নয়৷ আবার কিছু সাপের বিষ এতই বেশি যে ঠিক সময় চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
ভারতে যে সমস্ত বিষাক্ত সাপ পাওয়া যায়, তার মধ্যে এই রাসেল ভাইপার অন্যতম৷ যাকে অনেকেই চন্দ্রবোড়া বলে থাকেন৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞ আশিষ ত্রিপাঠি এটি অন্যতম বিষাক্ত সাপের প্রজাতি৷ এর সারা গায়ে জুড়ে চকোলেট রঙের ছাপ রয়েছে৷ যদিও এই সাপ থেকে অদ্ভুত একটা শিষের আওয়াজ পাওয়া যায়৷ এ খানিক সচেতন বার্তাও বটে৷
ভারতে যে সমস্ত বিষাক্ত সাপ পাওয়া যায়, তার মধ্যে এই রাসেল ভাইপার অন্যতম৷ যাকে অনেকেই চন্দ্রবোড়া বলে থাকেন৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞ আশিষ ত্রিপাঠি বলেছেন এটি অন্যতম বিষাক্ত সাপের প্রজাতি৷ এর সারা গায়ে জুড়ে চকোলেট রঙের ছাপ রয়েছে৷ যদিও এই সাপ থেকে অদ্ভুত একটা শিষের আওয়াজ পাওয়া যায়৷ এ খানিক সচেতন বার্তাও বটে৷
ডঃ আশিষ ত্রিপাঠি জানা এই সাপের দাঁত অত্যন্ত বড় ও ধারালো হয়৷ এই দাঁতের মধ্যেই বিষ থাকে৷ এশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় এই সাপের প্রাদুর্ভাব বেশি৷ এই সাপের মাথা অনেকটাই ত্রিকোণ আকৃতির৷ বাদামি রঙের, হলুদ,অলিভ রঙের এই প্রাণী অনেকের কাছেই রীতিমতো বিভীষিকা৷
ডঃ আশিষ ত্রিপাঠি জানা এই সাপের দাঁত অত্যন্ত বড় ও ধারালো হয়৷ এই দাঁতের মধ্যেই বিষ থাকে৷ এশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় এই সাপের প্রাদুর্ভাব বেশি৷ এই সাপের মাথা অনেকটাই ত্রিকোণ আকৃতির৷ বাদামি রঙের, হলুদ, অলিভ রঙের এই প্রাণী অনেকের কাছেই রীতিমতো বিভীষিকা৷
এই বিষধর সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায়৷ চন্দ্রবোড়ার বিষ শরীরে ঢুকলে সোয়েলিং,অসহ্য যন্ত্রণা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে৷ এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে৷ ঠিক সময় চিকিৎসা না করালে এই সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
এই বিষধর সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায়৷ চন্দ্রবোড়ার বিষ শরীরে ঢুকলে সোয়েলিং,অসহ্য যন্ত্রণা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে৷ এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে৷ ঠিক সময় চিকিৎসা না করালে এই সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
এই সাপ কামড়ালে প্রথমেই ভয় পেয়ে যাবেন না৷ নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে যান৷ কোনও ধরনের ঝাড়ফুকের মতো অন্ধবিশ্বাসে সময় নষ্ট করবেন না৷ হাসপাতালের যাওয়ার মতো অবস্থা না থাকলে, সেই কামড়ানোর জায়গার ছবি তুলে ৭০১৭২০৪২১৩ নম্বরে ফোন করুন৷
এই সাপ কামড়ালে প্রথমেই ভয় পেয়ে যাবেন না৷ নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে যান৷ কোনও ধরনের ঝাড়ফুকের মতো অন্ধবিশ্বাসে সময় নষ্ট করবেন না৷ হাসপাতালের যাওয়ার মতো অবস্থা না থাকলে, সেই কামড়ানোর জায়গার ছবি তুলে ৭০১৭২০৪২১৩ নম্বরে ফোন করুন৷