IND VS ENG: ঘরের মাঠে রেকর্ডের ছড়াছড়ি অশ্বিনের, চিপক মাতালেন চেন্নাইয়ের ভূমিপুত্র

#চেন্নাই: স্বপ্নের ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ অস্ট্রেলিয়ার মাটিতে তিনি ঠিক যে মেজাজে ছিলেন, ভারতে এসেও ঠিক একই মেজাজ ধরে রেখেছেন অশ্বিন৷

সোমবার ভারত-ইংল্যান্ড (India vs England) চলতি টেস্টের তৃতীয় দিনে জ্বলে উঠলেন অশ্বিন৷ এদিন কেরিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি (১৪৮ বলে ১০৬) করলেন তিনি৷ এদিনের এই শতরানের সঙ্গেই একাধিক রেকর্ডের নিজের নাম লেখালেন অশ্বিন৷ দেখে নেওয় যাক চেন্নাইয়ে ভূমিপুত্র চিপকে কী কী করলেন!

দেশের স্টার অলরাউন্ডার এখন অনন্য ‘ডাবল’-এ নিজের নাম লেখালেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফর্ম্যাট মিলিয়ে ১০০০ এর বেশি রান ও ১০০-র ওপর টেস্ট উইকেট হয়ে গেল অশ্বিনের৷ দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন অশ্বিন৷

অশ্বিন এই নিয়ে তিনবার একক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট (ফাইফার) পেলেন ও সেঞ্চুরি করলে৷ তাঁর আগে রয়েছেন ইয়ান বথাম (৫)

কৃষ্ণমাচারি শ্রীকান্তের (১৯৮৬-৮৭, পাকিস্তানের বিরুদ্ধে ১২৩) পর তামিলনাড়ুর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে চিপকে (এমএ চিদম্বরম স্টেডিয়াম) টেস্ট শতরান করলেন অশ্বিন৷

গতকাল শ্রীকান্ত কেরিয়ারের ৩৫০তম আন্তর্জাতিক উইকেটের সঙ্গেই ২৯ তম টেস্ট ফাইফারও পান, টেস্টে সমসংখ্যক পাঁচ উইকেট আছে অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার৷ আর দু’টি ফাইফার পেলেই তিনি সফরকারী ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনকে (James Anderson) টপকে রেকর্ড করবেন৷

হরভজন সিংকে (২৬৫) টপকে ভারতের মাটিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট অশ্বিনের (২৬৮)৷ আগে শুধুই অনিল কুম্বলে (৩৫০)