Reliance Foundation: একই ছাদের তলায় ভারতের ১৪০ জন অ্যাথলিটকে সংবর্ধনা, অনন্য উদ্যোগ নীতা আম্বানির

মুম্বই: ভারতীয় খেলাধুলার জন্য একটি যুগান্তকারী মুহূর্তে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানির উদ্যোগে ‘United in Triumph’-এর আয়োজন করা হয় । রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় দেশে খেলাধুলার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সমতা এবং শ্রেষ্ঠত্বের প্রসারকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতা আম্বানি বলেন, “এটি সত্যিই ঐতিহাসিক। গত দুই মাসে, আমাদের অলিম্পিয়ান এবং প্যারালিম্পিয়ানরা বিশ্বের কাছে তেরঙ্গা পৌছে দিয়ে আমাদের গর্বিত করেছে। এই রাতে, প্রথমবারের মতো তারা সবাই এক ছাদের নীচে। প্রথমবার ১৪০ জনেরও বেশি অলিম্পিক এবং প্যারালিম্পিক অ্যাথলিটরা একই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে৷ ইউনাইটেড ইন ট্রায়াম্ফ, ইউনাইটেড ইন সেলিব্রেশন এবং ইউনাইটেড ইনক্লুসিভ স্পোর্টস অফ স্পোর্টস।”

এছাড়াও নীতা আম্বানি বলেন,”অলিম্পিক্স ও প্যারালিম্পিকের সাফল্য মহিলা ক্রীড়াবিদদের এগিয়ে আসতে আরও উতসাহিত করেছে। কারণ মহিলারা খেলাধুলায় আসার ক্ষেত্রে শুধু অর্থনৈতিক চ্যালেঞ্জই নয়, এমনকি তাদের পরিবারের কাছ থেকে অনুমতি পাওয়া, বা প্রশিক্ষণের সুযোগ-সুবিধা পাওয়া, ফিজিও এবং পুনর্বাসন কেন্দ্রগুলিতে অ্যাক্সেস, কোচের কাছে পৌঁছানোর জন্য তাদের গ্রাম থেকে কতদূর যেতে হবে। মেয়েদের খেলাধুলায় স্বীকৃত হওয়া একটি দীর্ঘ এবং কঠিন যাত্রা। আর তা সত্ত্বেও আমাদের নারী ক্রীড়াবিদরা সাফল্যের শিখরে পৌঁছেছেন। মেয়েরা প্রমাণ করে দিয়েছে কোনও কিছুই অসম্ভব নয়।”

আরও পড়ুনঃ KKR News: ৫ তারকা বিদেশীকে বাদ দিচ্ছে কেকেআর! তালিকায় একের পর এক চমকে ওঠা নাম

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন দীপা মালিক, সানিয়া মির্জা, কর্ণমল্লেশ্বরী এবং পুল্লেলা গোপীচাঁদের মতো কিংবদন্তিরা।বলিউড সুপারস্টার রণবীর সিং এবং কার্তিক আরিয়ান যারা যথাক্রমে 83 এবং চান্দু চ্যাম্পিয়নের মতো ক্রীড়া-কেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তারাও ভারতের ক্রীড়া নায়কদের প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য এবং ক্রীড়াবিদদের সম্মান জানানোর ইভেন্টে ছিলেন।