সুন্দরী জয়িতার থেকে এমন কথা শুনে লজ্জায় লাল হন সৌরভ। তবে তিনি জয়িতাকে জানান, তাঁকে কেউ রাজপুত্র বললে তিনি বেশ খুশি হন।

সৌরভ খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস, সেই জায়গা ধুলোয় মিশে যাবে! কী এমন হল!

নয়াদিল্লি: ১৯ জানুয়ারি ২০২১, ভেন্যু গাব্বা ক্রিকেট স্টেডিয়াম, ব্রিসবেন। সেই দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাস বইয়ের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেদিন ভারতীয় দল ঋষভ পন্থের সৌজন্যে নতুন ইতিহাস লিখেছিল গাব্বায়।

২০০৩ সালে এই গাব্বাতেই সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তবে সবই স্মৃতি। আৎ সেই স্মৃতিও এবার মুছে যাওয়ার উপক্রম হয়েছে।

এই স্টেডিয়াম ভেঙে ফেলতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৫ সালে এই ক্রিকেট স্টেডিয়াম ভেঙে নতুন করে তৈরি করা হবে।

আরও পড়ুন- ম্যাচে বৃষ্টির ভ্রুকূটি, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের হাতে গরম ওয়েদার আপডেট

আধুনিক সুযোগ-সুবিধা-সহ স্টেডিয়াম পুনর্নির্মাণ করা হবে। আসলে অস্ট্রেলিয়া ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক। এমন পরিস্থিতিতে গাব্বা স্টেডিয়াম ভেঙে নতুন করে তৈরি করা হবে।

ব্রিসবেনকে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই অলিম্পিক আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল। ব্রিসবেন অস্ট্রেলিয়ার তৃতীয় শহর যেখানে অলিম্পিক আয়োজন করা হবে। এর আগে মেলবোর্ন (১৯৫৬) এবং সিডনি (২০০০) অলিম্পিকস আয়োজন করা হয়েছিল।

শুধু গাব্বা স্টেডিয়াম নয়, কুইন্সল্যান্ড ব্রিসবেনের পুরো এলাকা সংস্কারের পরিকল্পনা রয়েছে। অলিম্পিকের এই পুরো প্রস্তুতিতে ১.৮ বিলিয়ন ডলার অর্থাৎ ১৫ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- দ্রাবিড় আবার আইপিএলে! ভারতের নতুন কোচ তা হলে কে? সবার আগে জেনে নিন

গাব্বাকে বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যেও গণ্য করা হয়। এই স্টেডিয়ামে মোট ৪২ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। এটি ১৮৯৫ সালে নির্মিত হয়েছিল। বিশ্বের প্রাচীনতম স্টেডিয়ামগুলির মধ্যে একটি।

ভেঙে ফেলার আগে এই স্টেডিয়ামে শেষ ক্রিকেট ম্যাচটি ২০২৫ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F