বুমরাহর বদলে বিশ্বকাপে রেনুকাকে চাই ! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দাবি ভারতীয় সমর্থকদের

#মেলবোর্ন: ভারতের মহিলা ক্রিকেট দলে ঝুলন গোস্বামী অবসর নেওয়ার পর থেকে বিরাট প্রশ্ন ছিল তার জায়গা কে নেবেন? দীর্ঘ সময় ধরে বল হাতে ভারতকে যে সার্ভিস দিয়েছিলেন ঝুলন সেটা আগামী দিনে কার হাত ধরে আসবে? ধুমকেতুর মতো উঠে এসেছেন রেনুকা সিং ঠাকুর। হিমাচলের ২৬ বছরের এই মেয়ে শেষ এক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন।

আরও পড়ুন – পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার! ব্যাখ্যা করলেন কারণ

মেয়েদের এশিয়া কাপের ফাইনালে অবিশ্বাস্য বোলিং করে রেনুকা সিং ঠাকুরই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের পরে সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। ফাইনালে ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রেনুকা।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে অদ্ভুত একটা গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিছক মজা করেই ভারতীয় সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দাবি তোলেন যে, মহম্মদ শামি নন, আসন্ন টি-২০ বিশ্বকাপে রেনুকা সিং ঠাকুরই হতে পারেন জসপ্রীত বুমরাহর যথাযথ পরিবর্ত। তাই রেনুকাকে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত।

রেনুকা এশিয়া কাপের ৬টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৬টি উইকেট নিয়েছেন। তিনি টুর্নামেন্টে অত্যন্ত কৃপণ বোলিং করেন। ওভার প্রতি মাত্র ৪.৯৪ রান খরচ করেন ঠাকুর। তাই রেনুকাকে ভারতীয় পুরুষ দল সুযোগ দিলে খারাপ হয় না। তবে এটা নেহাতই মজা। কে না জানেন পুরুষ ক্রিকেটে মহিলা অংশগ্রহণ করবেন কি করে? আবার উল্টোটাও সত্যি।

রেনুকা ভারতীয় মহিলা দলের জার্সিতে কমনওয়েলথ গেমসে সর্বোচ্চ (১১ উইকেট) নিয়েছিলেন। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে অসাধারণ বল করেন। সব মিলিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে এই মুহূর্তে তিনি হট টপিক। কিন্তু কি আর করা যাবে ? রেনুকাকে বুমরাহর জায়গায় খেলানোর অবস্থা নেই।