দেশ জুড়ে প্রতিবাদে চিকিৎসকরা।

RG Kar murder case: আরজি কর কাণ্ডে এবার দেশব্যাপি আন্দোলনের ডাক চিকিৎসক সংগঠনের

কলকাতা: আরজি কর হত্যাকাণ্ডে এবার আরও বড় আন্দোলনের ডাক চিকিৎসকদের। দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছেন চিকিৎসকেরা, জানা গিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন সূত্রে।

চিকিৎসকদের সর্ব ভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কাল থেকে দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছেন রেসিডেন্ট চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নির্যাতন এবং খুনের অভিযোগে ইতিমধ্যেই আন্দোলনে শামিল হয়েছিলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। এবার সেই ইস্যুতে দেশব্যাপি আন্দোলনের ডাক চিকিৎসকদের। ইতিমধ্যেই দিল্লির সফদরজং, লেডি হার্ডিঞ্জের মতো বড় হাসপাতালের রেসিডেন্টরা ওটি, ওপিডি এবং ইনডোরের মতো নন ইমারজেন্সি পরিষেবা থেকে কর্মবিরতির ঘোষণা করেছেন। এর ফলে দেশ জুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা।

আরও পড়ুন: আরজি করের ঘটনায় একগুচ্ছ দাবি চিকিৎসক সংগঠনের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক

জুনিয়র চিকিৎসকদের পাঁচ সদস্যের সঙ্গে রবিবার বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীথ গোয়েল-সহ পুলিশ আধিকারিকরা। বৈঠকে পুলিশ কমিশনারকে আরজি করের ঘটনা নিয়ে নিজেদের দাবি বিস্তারিত জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রবিবার সরিয়ে দেওয়া হয় আরজি করের দায়িত্বে থাকা এসিপিকে। বৈঠক শেষে কলকাতার পুলিশ কমিশনার এদিন বলেন, “কাউকে আড়াল করা হচ্ছে না।”

আরও পড়ুন: আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, সিবিআই তদন্তের দাবি

সেই সঙ্গে বিনীত গোয়েল এদিন জানান, নির্যাতিতা তরুণীর অটোপসি রিপোর্ট পরিবারের হাতে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি ছিল অটোপসি রিপোর্ট তাদের দিতে হবে। সেই প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, ‌অন্য কারুর হাতে আটোপসি রিপোর্ট দেওয়ার আইনত বাধা আছে, তাই আন্দোলনকারীদের দেওয়া সম্ভব নয়।