RG Kar Crime news: আরজি করের ঘটনায় একগুচ্ছ দাবি চিকিৎসক সংগঠনের, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক

কলকাতা: আরজি করে চিকিৎসক নির্যাতন এবং খুনের ঘটনায় একগুচ্ছ দাবি আরজি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।

হাসপাতালের এই চিকিৎসক সংগঠনটি রবিবার একগুচ্ছ দাবি জানিয়েছে আরজি করের জুনিয়র ডাক্তারের খুনের ঘটনায়। আরজি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের সন্দেহ, এই ঘটনায় একাধিক অপরাধীর হাত রয়েছে, শুধু সঞ্জয়ের গ্রেফতারে সন্তুষ্ট নয় চিকিৎসকরা। ।

আরও পড়ুন: আরজি করের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের, সিবিআই তদন্তের দাবি

রবিবার চিকিৎসকদের এই সংগঠন আরজি কর হাসপাতালের চিকিৎসক এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে সরানোর দাবিতে সরব হয়েছে। সেই সঙ্গে মৃতার পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। আরজি করের এই ঘটনার পর থেকেই টানা অশান্তি চলছে হাসপাতালে। বিভিন্ন সময়ে ব্যাহত হয়েছে পরিষেবা। আবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত চিকিৎসক, ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজকে এই আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর আবেদন করেছে চিকিৎসকরা।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

প্রসঙ্গত, আরজি করে জুনিয়র ডাক্তারকে নির্যাতন এবং খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে নড্ডাকে সিবিআই এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিশেষ দল পাঠিয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।