আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷

RG Kar Medical College Case: হাসপাতালে একের পর এক দুর্নীতি! সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবারে আরও বিস্ফোরক অভিযোগ

কলকাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরজি করের ভিতর থেকেই। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ২০২৩ সালেই প্রথম স্বাস্থ্য ভবনে অভিযোগ জানান। পরে তিনি রাজ্য ভিজিলেন্স কমিশনে সন্দীপ ঘোষের নানা দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ-সহ অভিযোগ করেন। এই অভিযোগে তিনি তৎকালীন তথা প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, ডক্টর দেবাশিষ সোম, আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর।

এদের বিরুদ্ধেও অভিযোগ, সরকারি অর্থের অপব্যবহার। স্বাস্থ্য দফতর এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই হাসপাতালের চত্বরে নানা নির্মাণ, খাবারের দোকান, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, সুলভ শৌচালয় নির্মাণের অনুমতি দিয়েছিলেন। তিনটি সুলভ শৌচালয় নির্মাণ, পাঁচটি খাবারের দোকান, তিনটি ক্যান্টিন, একটি ক্যাফেটেরিয়া বেআইনিভাবে নির্মাণের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ নারকেলের ছোবড়ার মতো দেখতে, একদিন খেলেই ফল মিলবে হাতেনাতে…! বাজার খুঁজে কিনে আনুন আজই

তিনজন ভেন্ডার সঙ্গে অবৈধ যোগাযোগ ছিল তাঁর এমনই অভিযোগ, তাই এই তিন ভেন্ডার সমস্ত কাজের বরাত পেত। কোটি টাকার ওপরে যে সমস্ত টেন্ডার তাতে নিয়ম বহির্ভূত হবে নির্দিষ্ট কয়েকজন পছন্দের লোককে পাইয়ে দেওয়া হত। তাদের আদৌ টেন্ডারে অংশ নেওয়ারই যোগ্যতা ছিল না, তাও খতিয়ে দেখা হচ্ছে।