সব পদ থেকে ইস্তফা দিলেন আরজি করের অধ্যক্ষ

RG Kar Murder and Rape Case: আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সব পদ থেকে ইস্তফা, মমতা জানালেন বদলি হবে তবে ইস্তফা নেওয়া হবে না, রইল আপডেট

কলকাতা: আর জি কর হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে এসে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়ে যান৷ তিনি জানান যে সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকেই তিনি ইস্তফা দিলেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ডক্টর সন্দীপ ঘোষের বদলি করা হবে কিন্তু তাঁর ইস্তফা গৃহীত হবে না।

তিনি আরও জানান যে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিনি যে মন্তব্য করেছিলেন সুইসাইড করেছি বলে জানিয়েছিলেন। সেই কথাগুলি তাঁর মুখে বসিয়ে দেয়া হয়েছিল বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘‘আমি সরকারি চাকরি করেছি সমস্ত নির্দেশ পালন করেছি। যখনই স্পষ্ট বক্তা হয়েছি তখনই আমাকে রাজনৈতিক রঙ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যখন আরজি করে চার্জ নেই আরজি কর ছিল ঘুঘুর বাসা। কোন কোন নেতাদের মদত ছিল। ঘুষ নেওয়া বন্ধ করেছি।’’

আরও পড়ুন – RG Kar Rape and Murder Case: মা অসুস্থ, তাই ধরনা মঞ্চের পথে না গিয়ে সোদপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, যা বললেন মমতা

এদিকে সোদপুরে মৃত চিকি‍‍‍ৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সেখানেই তিনি ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন৷ ফাঁসি চান অভিযুক্তদের৷  এখানেই তিনি জানিয়ে দেন আরজি করের অধ্যক্ষের ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে দেন৷

এদিকে ইস্তফা আর জি করের অধ্যক্ষের ৷ শুক্রবার গভীর রাতে আরজি করে পিজি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোনও কেউ বাধ্য করেননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন৷

আসলে শুক্রবার গভীর রাতে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিরত পিজি চিকিৎসক যখন সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই মেয়েটির  ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে৷ এদিকে এই ঘটনার পর অধ্যক্ষ নিজের প্রাথমিক বিবৃতিতে মেয়েটির এক শুতে যাওয়া বিপদের কারণ হিসেবে বলেন৷