এর আগে সিনিয়র আইনজীবী গীতা লুথরা লিড করেছেন। এখন করবেন ইন্দিরা জয় সিং। এছাড়া আর জি কর মামলায় গত তিন দিনের শুনানিতে অংশ নিয়েছেন প্রায় ২০০-র বেশি আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী।

RG Kar junior doctors protest:অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত

কলকাতা: অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত।

আলোচনায় রাজি হলেও তাঁরা একটি শর্ত রেখেছে। সেই শর্ত হল,  সবক’টি মেডিক্যাল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত রাখতে হবে। সেই সঙ্গে তাঁদের গুরুত্বপূর্ণ শর্ত গোটা আলোচনা প্রকাশ্যে (ওপেন ফোরামে) করতে হবে, অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক করলে হবে না। সেখানে যাতে সংবাদমাধ্যেম উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনা সম্পর্কে জানতে পারেন যাতে জানতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।